ওপেন করতে নেমে প্রথম ওভারেই সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন এই তিন ব্যাটসম্যান, তালিকায় শীর্ষে এক ভারতীয়।

বিশ্ব ক্রিকেটে এমন কয়েক জন ওপেনার ব্যাটসম্যান আছেন যারা ম্যাচের প্রথম বল থেকে অত্যাধিক আক্রমনাত্মক ব্যাটিং শুরু করে দিতেন এবং ম্যাচের শেষ পর্যন্ত একই গতিতে চার ছক্কার বন্যা বইয়ে নিয়ে যেতেন। আজ তেমনই তিনজন ব্যাটসম্যানের তালিকা আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন একজন ভারতীয় ব্যাটসম্যান। চলুন দেখে নেওয়া যাক তাদের ছক্কা মারার রেকর্ড:

3) অ্যাডাম গিলক্রিস্ট:
অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সেরা বাঁহাতি ওপেনার। ম্যাচ শুরু হওয়ার প্রথম ওভার থেকেই তিনি ঝড়ের গতিতে রান তুলতেন। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে অ্যাডাম গিলক্রিস্ট মোট দশবার প্রথম ওভারে ছক্কা মেরেছেন।

2) সনৎ জয়সূর্য:
শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান ছিলেন কিংবদন্তি ব্যাটসম্যান সনৎ জয়সূর্য। তিনি ওপেন করতে নেমে শুরু থেকেই রানের বন্যা বইয়ে দিতেন। ওয়ানডে ম্যাচে ওপেন করতে নেমে সনৎ জয়সূর্য মোট তেরো বার প্রথম ওভারে ছক্কা মেরেছেন।

virender sehwag 1 1433073821 500

1) বীরেন্দ্র সেওয়াগ:
ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ভয়ঙ্কর মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন বীরেন্দ্র সেওয়াগ। টেস্ট ক্রিকেট হোক কিংবা ওয়ানডে সব ফর্মেটেই বীরেন্দ্র সেওয়াগ ব্যাটিং করতেন টিটিয়েন্টি ক্রিকেটের মত। অন্যান্য দলের বোলারদের কাছে সেওয়াগ ছিলেন দুঃস্বপ্নের মতন। ওয়ানডে কেরিয়ারে প্রথম ওভারে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি রয়েছে বীরেন্দ্র সেওয়াগের নামে। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক পনেরোটি ছক্কা মেরেছেন তিনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর