RBI-র নির্দেশের পর এই দু’টি ব্যাঙ্ক দিচ্ছে সর্বোচ্চ সুদের হার! বিনিয়োগ করলে পাবেন দারুণ লাভ

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ নিজেদের অর্থ সঞ্চয় করে রাখেন ব্যাঙ্কে (Bank)। পাশাপাশি, এই সঞ্চিত অর্থের ওপর পাওয়া যায় সুদের হারও (Interest Rate)। এমতাবস্থায়, দেশজুড়ে থাকা বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে আবার এই সুদের হারের মধ্যেও তারতম্য পরিলক্ষিত হয়।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) ইতিমধ্যেই রেপো রেট পরিবর্তন করেছে। এমতাবস্থায়, শীঘ্রই বিভিন্ন ব্যাঙ্ক তাদের নতুন সুদের হার উপস্থাপন করবে। যদিও, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন দু’টি ব্যাঙ্কের প্রসঙ্গ উপস্থাপিত করব যেগুলি ইতিমধ্যেই ৯ শতাংশের উপরে সুদের হারের সুবিধা প্রদান করছে। চলুন, জেনে নিই সেগুলি সম্পর্কে।

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের অন্তর্গত সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank) গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপর ৯.২৬ শতাংশ পর্যন্ত সুদের হারের সুযোগ দিচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ব্যাঙ্কেও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, ৫ লক্ষ টাকা পর্যন্ত নিরাপদ ভাবে থাকে। এদিকে, সংশ্লিষ্ট ব্যাঙ্কটি সাধারণ নাগরিকদের জন্য ৯ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৯.২৬ শতাংশ সুদের হার প্রদান করে। পাশাপাশি, Annualised Return হল ৯.৫৯ শতাংশ পর্যন্ত।

whatsapp image 2022 12 27 at 1.10.00 pm

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই তালিকায় থাকা দ্বিতীয় ব্যাঙ্কটির নাম হল ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Unity Samll Finance Bank)। এই ব্যাঙ্কটি তার বিশেষ সুদের হারে সাধারণ নাগরিকদের জন্য ৮.৫ শতাংশ হারে এবং প্রবীণ নাগরিকদের জন্য ৯ শতাংশ হারে সুদের সুবিধা দেয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর