ভারতীয় এই দুই বোলারকে দেখে থরথর করে কাঁপছে পাকিস্তান, বুমরাহ-শামীর থেকেও বেশি ভয়ঙ্কর

বাংলা হান্ট ডেস্কঃ মরুদেশের বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ ভারতও নামতে চলেছে তাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রস্তুতিপর্বে আজ বিরাট কোহলি ফের একবার দলের খেলোয়াড়দের পরীক্ষা করে নেওয়ার সুযোগ পেতে চলেছেন। তবে ভারতের প্রথম মহাযুদ্ধ শুরু হতে চলেছে ২৪ অক্টোবর। এদিন পারস্পরিক লড়াইয়ের মাধ্যমে বিশ্বকাপ সফর শুরু করতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় ট্রামকার্ড হতে পারেন দুই স্পিনার।

IMG 20210823 183843

বরুণ চক্রবর্তীঃ

এই রহস্য স্পিনার আইপিএলে নিজের দুরন্ত পারফরম্যান্স দিয়ে রীতিমত মুগ্ধ করেছেন সকলকে। আইপিএলে এখনও পর্যন্ত মাত্র দুটি মরশুমই খেলেছেন বরুণ। কিন্তু ইতিমধ্যেই তিনি শিকার করে ফেলেছেন ৩৬ টি উইকেট। এমনকি এবার আরব আমিরশাহীতেও ব্যাটসম্যানদের তার কথায় উঠতে বসতে বাধ্য করেছেন এই রহস্য স্পিনার। এমনকি তার ইকোনমি রেটও মাত্র ৬.৪০। যার কারণে হালকা চোট থাকা সত্ত্বেও এই স্পিনারকে দলে রেখেছে বিসিসিআই। বিরাট অবশ্যই চাইবেন পাকিস্তানের বিরুদ্ধেও একই ফর্ম বজায় রাখুন বরুণ চক্রবর্তী।

jadeja pti 1570455350 3

রবীন্দ্র জাদেজাঃ

রবীন্দ্র জাদেজা এবারও আইপিএলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে। সিএসকের হয়ে একদিকে যেমন তিনি তুলে নিয়েছেন ১৩ টি উইকেট তেমনি সংগ্রহ করেছেন ২২৭ রানও। লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়ার সাথে তার ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নিয়ে কোন সন্দেহ নেই। তাছাড়া এই মুহূর্তে যথেষ্ট ভাল ফর্মেও রয়েছেন জাদেজা৷ আর তাই পাকিস্তানের বিরুদ্ধেও আরব আমিরশাহী স্পিন সহায়ক উইকেটে তিনি বড় সাহায্য পাবেন বলেই মনে করছেন অনেকে। উইকেট একটু স্পিন করলে জাদেজাকে আটকানো কতখানি কঠিন তা আগেও দেখা গিয়েছে বারবার, এবারও তার কাছ থেকে তেমনি পারফর্ম্যান্স আশা করবেন বিরাট।

তবে ২৪ অক্টোবর ভারত পাকিস্তানের বিরুদ্ধে তিন স্পিনার খেলায় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে সকলের। দলে চারজন স্পিনার রেখেছে বিরাট বাহিনী। সেক্ষেত্রে তৃতীয় স্পিনার হিসেবে রবীচন্দ্রন অশ্বিন নাকি রহুল চাহার কাকে বেছে নেওয়া হবে তা অবশ্যই একটি দেখার বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য, বরুণ এবং অশ্বিন দুজনেই মূলত ফিঙ্গার স্পিনার, তাই সে ক্ষেত্রে রহুল চাহারের সুযোগ বেশি হতে পারে। তবে আবার তার সাম্প্রতিক পারফর্ম্যান্স তেমন ভালো নয়, বিরাট কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর