অনলাইনে ভিডিও দেখে বাড়িতে চলছিল মদ তৈরি, খবর পেয়ে ছুটল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের সময়ে তামিলনাড়ুর (Tamil Nadu) দুই ব্যক্তি মদ (Alcohol) বানাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন। দেশে লকডাউন জারী হওয়ার ফলে চরম বিপাকে পড়েছে মদ (Alcohol) প্রেমীরা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন জারী করে দেশে সমস্ত দোকান পাঠ বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা রয়েছে। তবে এই পরিস্থিতিতে অসুবিধায় পড়ে মদ প্রেমীরা। মদ কিনতে না পারায় তারা দিশে হারা হয়ে পড়েছে।

who1587013420255 1

করোনার জেরে জারী লকডাউনের মধ্যে তাই ফাঁকা সময়ে ঘরে বসে অনলাইনে মদ তৈরির ভিডিও দেখে মদ বানাচ্ছিলেন তামিলনাড়ুর দুই ব্যক্তি। ঘরে বসে বানাচ্ছিলেন বলে ভেবেছিলেন, কেউ কিছুই জানতে পারবে না। একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট থেকে ওয়াইন তৈরির একটি উপায় খুঁজে পেয়েছিলেন তারা। কিন্তু জনৈক ব্যক্তি খবর দিয়ে দেয় স্থানীয় প্রশাসনকে। তৎক্ষণাৎ পুলিশ এসে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মদ তৈরি সম্পূর্ণ করার আগেই ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগেও আমরা দেখেছি লকডাউনের জেরে মদের দোকান বন্ধ থাকায়, দোকানে সিঁধ কেটে চোর। দোকানে বসেই কিছু পরিমাণ মদ খেয়ে এবং সঙ্গে করে বেশ কয়েকটি মদের বোতল নিতে চম্পট দেয় মদপ্রেমী পুলিশ। তবে এই মদ তৈরির ঘটনায় ধারণা করা যাচ্ছে, লকডাউনের জেরে মদ কিনতে পারছেন মদ প্রেমীরা। তাই আর কোন উপায় না দেখতে পেরে, নিজেরাই মদ বানাতে শুরু করে দেয়।

AlcoholFeaturedImageBlog
drinks in glasses

সরকারী তরফ থেকে প্রথমে মদ বিক্রিতে ছাড় দেওয়া হলে, দেখা যায় মদের দোকানে লম্বা লাইন পড়ে যেতে। সামাজিক দূরত্ব উলঙ্ঘন করেই, মদ প্রেমীরা মদের দোকানে ভিড় করেছিলেন। তাই দ্বিতীয় দফার লকডাউনের শুরুতেই সাফ জানিয়ে দেওয়া হয়- এবার আর ছাড় মিলবে না মদের দোকানে। যার ফলে মদের দোকান বন্ধ থাকায় বিপাকে পড়ে অন্য পথ অবলম্বন করতে শুরু করে মদ প্রেমীরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর