“উস্কানি দিয়েছিল, কিন্তু আমার ভুল হয়েছে”, ভারতীয় সাংবাদিকের সঙ্গে নিজের দুর্ব্যবহার প্রসঙ্গে মন্তব্য রামিজ রাজার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে পৌঁছে ছিল পাকিস্তান দল। কিন্তু বাবর আজমরা ফাইনালটি জিততে পারেননি। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসের প্রথম ভাগে কোণঠাসা করে দিও তাদের কাছে ২৩ রানের ব্যবধানে হার মানতে হয়েছিল পাক ক্রিকেট দলকে। দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা এবং রাজাপক্ষ।

ওই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন এশিয়া কাপে অংশগ্রহণকারী সমস্ত ক্রিকেট বোর্ডের কর্তারা। ম্যাচ চলাকালীন ম্যাচের পরিস্থিতি উপভোগ করতে দেখা যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজাকে। দুজনেই একসঙ্গে ভিআইপি গ্যালারীতে বসে ম্যাচের মজা উপভোগ করছিলেন।

কিন্তু পাকিস্তান হেরে যাওয়ায় মনোক্ষুন্ন হয়েছিলেন রামিজ রাজা। তিনি যখন স্টেডিয়াম ত্যাগ করেছিলেন তখন কিছু ভারতীয় সংবাদিক তাকে ঘিরে ধরে। তাকে নানান রকম প্রশ্ন করা হয় ম্যাচ সংক্রান্ত। এমনিতেই পাকিস্তান ম্যাচ হারায় তার মেজাজ ঠিক ছিল না। তার মধ্যেই এক ভারতীয় সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে ছিলেন পিসিবির প্রধান।

সেই ভারতীয় সাংবাদিক রামিজ রাজা কে প্রশ্ন করেছিলেন যে মন ভেঙে যাওয়া পাকিস্তান দর্শকদের জন্য তিনি কোনো বার্তা দিতে চান কিনা। প্রশ্নের জবাব দিতে গিয়ে রামিজ রাজা ক্ষুব্ধভাবে ওই সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, “আপনি তো ভারতীয়? ভারতীয় দর্শকরা নিশ্চয়ই আজ খুব আনন্দ করবে?” এরপর এক সাংবাদিকের হাত থেকে ফোন ছিনিয়ে নিতে দেখা যায় পিসিবি প্রধানকে।

ramiz raja 1720x1000

কিন্তু অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন পাকিস্তান ক্রিকেটের সর্বাধিপতি। তাকে যখন তার মেজাজ হারানোর বিষয়টি নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেন, “প্রশ্নটা উস্কানিমূলক ছিল। ভারতীয় সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে পাকিস্তানি ক্রিকেটভক্তরা রাগ করেছে এবং তাদের আমি কি জবাব দেব। আমি তাকে পাল্টা জিজ্ঞাসা করি যে আপনি কি করে জানলেন যে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা রেগে গিয়েছেন। আমি কোনো রকম খারাপ ব্যবহার করার উদ্দেশ্য নিয়ে ওই কথা বলিনি। আখের মাথায় এমন একটা ঘটনা ঘটে গেছে আমাদের সেই সব ভুলে এগিয়ে যাওয়া উচিত।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর