এশিয়া কাপের আগেই অবসর ঘোষণা করতে চলেছেন এই ৫ ক্রিকেটার! একজন বল করেন ১৫০ কিমি বেগে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মূল ভারতীয় দল (Indian Cricket Team) দেশের মাটিতে বিশ্বকাপের (ODI World Cup 2023) জন্য যখন প্রস্তুতিতে ব্যস্ত থাকবে তখন ভারতের একটি দ্বিতীয় সারির দল চীনের মাটিতে এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নেবে। আশঙ্কা করা হয়েছিল যে এমন অনেক ক্রিকেটার যারা এখন ভারতের মূল দলে নিয়মিত সুযোগ পান না, কিন্তু একসময় দাপিয়ে খেলেছেন নীল জার্সিতে, তাদেরকে নিজেদের প্রমাণের একটা সুযোগ দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিন্তু তেমনটা বাস্তবে হয়নি। একেবারে নতুন মুখদের দিয়ে দল সাজিয়ে এশিয়ান গেমসে ক্রিকেটে পদক যেতার লক্ষ্য রয়েছে বিসিসিআইয়ের। ফলস্বরূপ এবার হয়তো ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন কিছু অভিজ্ঞ তারকা। এমনই চার তারকাকে নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

শিখর ধাওয়ান: ২০২২ সালে ভারতের দ্বিতীয় সারির স্কোয়াডের অধিনায়ক ছিলেন তিনি। যখনই হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্রামে থাকছিলেন, তখনই ধাওয়ান ভারতের নেতৃত্বর দায়িত্ব দেওয়া হচ্ছিল। তবে এখন তার জন্য সুযোগ থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করা হয়েছে এশিয়ান গেমসের দলে।

bhuvi

ভুবনেশ্বর কুমার: ভারতের হয়ে তিনি যে আর কোনও ফরম্যাটেই সুযোগ পাবেন না সেটা চলতি বছরের শুরু থেকেই বোঝা যাচ্ছে। কিন্তু এশিয়ান গেমস একটা দুর্দান্ত সুযোগ হয়ে ভুবির সামনে দাঁড়াতে পারতো। নিজের প্রতিভার পরিচয় আরো একবার দিতে পারতেন তিনি। সেই সুযোগ না পেয়ে এবার ৩৩ বছর বয়সী ভারতীয় পেসার হয়তো অবসরের কথা ভাবতে পারেন।

mohit sharma ishant sharma

মোহিত শর্মা: তারকা মিডিয়াম পেসারের আগেও ভারতের হয়ে বিশাল বড় মাপের টুর্নামেন্টে অংশ নিয়েছেন। কিন্তু মাঝের কয়েকটি বছরে যেন হারিয়ে গিয়েছিলেন তিনি ক্রিকেটের মূল স্রোত থেকে। তারপর চোট ও অন্যান্য সমস্যা কাটিয়ে এই মিডিয়াম পেসার গত আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। অনেকেই আশা করেছিলেন যে মোহিতকে হয়তো দ্বিতীয় সুযোগ দেবে বিসিসিআই। কিন্তু তেমনটা না হওয়ায় এখন আন্তর্জাতিক ক্রিকেটকে সম্পূর্ণভাবে বিদায় জানানোর কথা ভাবতেই পারে না এই তারকা।

 

রবি অশ্বিন: ভারতীয় এই তারকা ক্রিকেটার মূলত টেস্ট ফরম্যাটে হয়ে উঠেছেন অপরিহার্য। তিনি আর সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত নন। ফলস্বরূপ তিনি হয়তো খুবই শীঘ্রই তিনি হয়তো নীল জার্সিকে বিদায় জানিয়ে সাদা জার্সিকে কেন্দ্র করেও এগোতে পারেন।

Umesh Yadav

উমেশ যাদব: মাঝে তাকে ফের সীমিত ওভারের ক্রিকেটে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু তিনি সফলতা পাননি। টেস্ট ফরম্যাটেও তিনি আর নিয়মিত নন। ফলস্বরূপ সদ্য দ্বিতীয়বার বাবা হওয়া উমেশ হয়তো এবার সরে দাঁড়াতে পারেন সীমিত ওভারের ক্রিকেট থেকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর