পাত্তা পাবেন না সিনেমার নায়িকারা, ইনিই সিরিয়ালের সবথেকে ধনী অভিনেত্রী!

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার (Serial) অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা সূক্ষ্ম লাইন রয়েছে বড়পর্দার মাঝে। অনেকে টেলিভিশনের নায়ক নায়িকাদের তাচ্ছিল্যও করতে দেখা যায়। কিন্তু বর্তমানে ছোটপর্দার (Serial) অনেক অভিনেত্রীই জনপ্রিয়তায় টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন বড়পর্দার সঙ্গে। এই প্রতিবেদনে এমন একজন অভিনেত্রীর কথা রইল যিনি খ্যাতির দিক দিয়ে ছাপিয়ে যাবেন নামীদামী নায়িকাদের।

তিনিই সিরিয়ালের (Serial) সবথেকে ধনী অভিনেত্রী

সিরিয়াল (Serial) পাড়ার অত্যন্ত পরিচিত মুখ তিনি। ছোটপর্দায় তাঁর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। আর হবে নাই বা কেন! টেলিভিশনের অন্যতম রূপসী অভিনেত্রী তিনি। অভিনয় দক্ষতাও যথেষ্ট প্রশংসনীয়। তাই তাঁর পারিশ্রমিকের মানও যথেষ্ট চড়া। এমনকি ছোটপর্দার (Serial) সবথেকে দামী অভিনেত্রীদের মধ্যে একজন বলে ধরা হয় তাঁকে।

This actress is richest and most popular in television serial

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়: কথা হচ্ছে অভিনেত্রী জন্নত জুবায়ের এর ব্যাপারে। ছোটপর্দার (Serial) অতি জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটে। শুধু তাই নয়, টিকটকেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন জন্নত। সোশ্যাল মিডিয়ায় তাঁর খ্যাতি, ফলোয়ার্স সংখ্যা দেখার মতো। এমনকি এক্ষেত্রে শাহরুখ খানকেও পেছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী।

আরো পড়ুন : ব্যান হয়েছিলেন টলিউড থেকে, দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় সিরিয়ালের নায়ক

টেক্কা দিয়েছেন শাহরুখকেও: ইনস্টাগ্রামে কিং খানের ফলোয়ার্স সংখ্যা ৪৬ মিলিয়নেরও বেশি। কিউ এখানে কিং খানকে টেক্কা দিয়েছেন জন্নত। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৪৯ মিলিয়নেরও বেশি। অথচ জানলে অবাক হবেন, জন্নতের বয়স বর্তমানে মাত্র ২৩ বছর। এই বয়সেই তিনি উঠেছেন সাফল্যের শীর্ষে। ‘কাশি: আব না রহে তেরা কাগজ কোরা’, ‘ফুলওয়া’, ‘তু আশিকি’, ‘মহারাণা প্রতাপ’ এর মতো সিরিয়ালে (Serial) কাজ করেছেন তিনি।

আরো পড়ুন : শতাব্দী প্রাচীন ঐতিহ্য! ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট কে, কবে পেশ করেছিলেন? জানলে হবেন “থ”

পাশাপাশি একাধিক রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন জন্নত। খতরোঁ কে খিলাড়িতে এক একটি পর্বের জন্য তিনি ১৮ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর। এই বয়সেই জন্নতের সম্পত্তির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর