2000 GB ডেটা, বিনামূল্যে OTT! Jio, Airtel-র চিন্তা বাড়াচ্ছে BSNL-র এই প্ল্যান

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই টেলিকম সেক্টরে Jio, Airtel, Vi-কে কড়া টক্কর দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)। মূলত, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে স্বল্পমূল্যে একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে আসছে এই সংস্থা। যার ফলে খুব সহজেই আকৃষ্ট হচ্ছেন গ্রাহকেরা।

পাশাপাশি, BSNL-এর ব্রডব্যান্ড প্ল্যানগুলিও গ্রাহকেরা অত্যন্ত পছন্দ করেন। কারণ সেগুলির খরচ অনেকটাই কম এবং সুবিধাও বেশি। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের ঠিক সেইরকমই এক দুর্দান্ত প্ল্যানের প্রসঙ্গে জানাবো। যে প্ল্যানটি অন্যান্য কোম্পানির ব্রডব্যান্ড প্ল্যানের থেকে অনেকটাই লাভজনক।

BSNL-এর দুর্দান্ত প্ল্যান: আমরা আপনাকে BSNL-এর যে প্ল্যানটি সম্পর্কে জানাবো সেটির মূল্য হল ৭৭৫ টাকা। এই প্ল্যানে, আপনাকে ৭৫ দিনের জন্য BSNL ভারত ফাইবারের তরফে পরিষেবা দেওয়া হবে এবং এটি একটি প্রমোশনাল অফার। এমতাবস্থায়, এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের মধ্যেই কেনা যাবে। পাশাপাশি, আপনি যদি এই প্ল্যানটি সক্রিয় করতে চান সেক্ষেত্রে আপনার কাছে আগামী ১৫ নভেম্বর ২০২২ পর্যন্ত সময় রয়েছে। এমনকি, আপনি যদি ১৬ নভেম্বর এই প্ল্যানটি সক্রিয় করতে চান সেক্ষেত্রে তা পারবেন না।

এই প্ল্যানে কি কি সুবিধা রয়েছে: এই প্ল্যানের সাহায্যে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন গ্রাহকেরা। মূলত, এই প্ল্যানটির সাহায্যে প্রতি মাসে ব্যবহারকারীদের ২ TB পর্যন্ত ডেটার সুবিধা প্ৰদান করা হয়। যা গ্রাহকেরা উচ্চ গতিতে ব্যবহার করতে পারেন। তবে, নির্ধারিত ডেটা শেষ হওয়ার পরেও গ্রাহকেরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এটির গতি ১০ Mbps-এ কমে আসবে। যদিও, গতি কমে গেলেও আপনি ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

Bsnl news

এদিকে, আপনি যদি মনে করেন যে এই প্ল্যানের সুবিধাগুলি এখানেই শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়। বরং, এই প্ল্যানের সাথে আপনাকে অনেকগুলি বিনামূল্যের OTT সাবস্ক্রিপশনও দেওয়া হবে। যার মধ্যে একাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম সামিল রয়েছে। যেমন SonyLIV-এর পাশাপাশি ZEE5 এবং Voot-এর মত প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর