এবার Tata-র এই সংস্থা নিয়ে এল গ্রীষ্মের মহা সেল! AC-কুলার সহ সবকিছু নিয়ে আসুন মাত্র ১,৯৯৯ টাকায়

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে গ্রীষ্মের মরশুম রীতিমতো শুরু হয়ে গিয়েছে। সমগ্ৰ মার্চ মাস জুড়েই তীব্র দাবদাহ পরিলক্ষিত হয়েছে সর্বত্র। এই আবহে গ্রীষ্মের হাত থেকে বাঁচতে অনেকেই আগেভাগে AC, ফ্রিজ কিংবা কুলারের মত বৈদ্যুতিক যন্ত্রগুলি কেনার প্রতি আকৃষ্ট হন। এমতাবস্থায়, টাটা গ্রুপের (Tata Group) বিশ্বস্ত ই-কমার্স ব্র্যান্ড Croma এই সময়ে দুর্দান্ত অফার নিয়ে এসেছে। মূলত, টাটা গ্রুপ এয়ার কন্ডিশনার, ফ্রিজ, কুলার, 5G স্মার্টফোন, Apple MacBook এবং স্মার্ট ওয়াচ সহ আরও অন্যান্য অনেক ইলেকট্রনিক আইটেমের উপর EMI মেলা চালু করেছে।

মাত্র ১৯৯৯ টাকার EMI-তে পেয়ে যান AC: জানিয়ে রাখি যে, এই অফারের মাধ্যমে Tata Croma প্রতি মাসে মাত্র ১,৯৯৯ টাকার EMI-তে সিক্স ইন ওয়ান কনভার্টার ৫ স্টার ইনভার্টার AC-র বিষয়টি সামনে এনেছে। শুধুমাত্র ১৯৯৯ টাকার EMI প্রদান করেই আপনি এই AC-র মালিক হতে পারেন। পাশাপাশি, কোনো অতিরিক্ত ডাউন পেমেন্টেরও প্রয়োজন নেই৷

Apple MacBook পেয়ে যান এই টাকায়: টাটা গ্রূপের এই অফারে Apple MacBook সিরিজটি মাত্র ২,৫৩৪ টাকার EMI-তে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রেও কোনো ধরণের ডাউন পেমেন্ট করার প্রয়োজন নেই। যেকোনো ব্যক্তি ন্যূনতম নথি জমা দিয়েই এই MacBook সঙ্গে নিতে পারেন।

5G স্মার্টফোন শুধুমাত্র ১৩,৯৯৯ টাকায় মিলবে: এদিকে, আপনি যদি এখন একটি 5G স্মার্টফোন কেনার কথা ভাবেন তাহলে আপনার কাছে দুর্দান্ত সুযোগ রয়েছে। আপনি Tata Croma-র ওয়েবসাইট থেকে এটি কিনতে পারেন এবং এর জন্য আপনাকে ন্যূনতম মূল্য দিতে হবে মাত্র ১৩,৯৯৯ টাকা

অর্ধেকেরও কম দামে পাওয়া যাবে দুর্দান্ত কুলার: Tata Croma-এর ওয়েবসাইটে একটি কুলারের দুর্দান্ত রেঞ্জ উপস্থাপন করা হয়েছে। যেখানে দারুণ সব কুলার মাত্র ৩,৬৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এমতাবস্থায়, আমরা যদি ডিসকাউন্টের কথা বলি, তাহলে এই কুলারগুলির বাজার মূল্য কমপক্ষে ৯,০০০ থেকে ১০,০০০ টাকা। তবে এই সেলে কুলারগুলি পাওয়া যাচ্ছে অর্ধেকেরও কম দামে।

whatsapp image 2023 04 01 at 3.03.05 pm

কার্ডে মিলছে পৃথক ছাড়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আপনি Tata Croma-র ওয়েবসাইটে জিনিসপত্র কেনার সময় HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক সহ আরও নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডগুলি ব্যবহার করলে ৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ১০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পেয়ে যাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর