বাংলা হান্ট ডেস্কঃ বিনোদন জগতের সাথে রাজনীতির সম্পর্ক বহুদিনের। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূলের হাত ধরে রাজনীতিতে নাম লিখিয়েছেন বহু নামীদামী তারকা। গত বছরেই লোকসভা নির্বাচনের আগে একের পর এক তারকা নাম লিখিয়েছিলেন তৃণমূলে। সবাইকে অবাক করে দিয়ে ইতিমধ্যেই তৃণমূলের দাপুটে নেত্রী হয়ে উঠেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে বহুদিনের সখ্যতা থাকলেও আজ পর্যন্ত সক্রিয় রাজনীতিতে নাম লেখাননি বাংলা সিনেমার আরও এক প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ডাকে রাজনীতিতে যোগ দেবেন ঋতুপর্ণা?
তৃণমূলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করে উপস্থিত থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। কিন্তু আজ পর্যন্ত রাজনীতির ময়দানে দেখা যায়নি তাঁকে। শোনা যায় অতীতে একাধিকবার অফারও গিয়েছে তাঁর কাছে। কিন্তু যদি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে রাজনীতিতে যোগদানের জন্য আহ্বান জানান তখন কি করবেন? তাঁকেও কি তিনি মুখের ওপর না বলতে পারবেন?
সম্প্রতি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত ‘চুঁচুড়া উৎসব’-এ হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা। তবে রাজনীতিতে আসার প্রশ্ন উঠতেই অভিনেত্রীর স্পষ্ট জবাব,’আমি রাজনীতি থেকে বরাবরই দূরে থাকি। এই পেশা সম্পর্কে আমি কিছু জানি না। আমি আসলে একজন শিল্পী। তাই শিল্পী হিসেবেই থাকতে চাই।’
আরও পড়ুন: ‘সুপ্রিম কোর্টে আমরা বড় বড় আইনজীবী দিচ্ছি’, কোন মামলায় বললেন মুখ্যমন্ত্রী
তারপরেই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যদি প্রস্তাব দেন তাহলে কি তাঁর মুখের ওপরেও না বলতে পারবেন? উত্তরের অভিনেত্রী সাফ জানান, ‘সেই উত্তর আমি মুখ্যমন্ত্রীকেই দেব।’ তবে মুখ্যমন্ত্রীর ডাকে ঋতুপর্ণা সত্যিই রাজনীতিতে নাম লেখাবেন কিনা, সেই উত্তর অবশ্য সময়ই দেবে।
দীর্ঘদিনের অভিনয় জীবনের বাংলা সিনেমা প্রেমীদের বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঋতুপর্ণা। সারা বাংলা জুড়ে অগণিত ফ্যান ফলোয়িং রয়েছে তাঁর। একটা সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজ করেছেন তিনি। নিজের অভিনয় গুণে প্রথম সারির অভিনেত্রী হিসেবে বরাবর দাগ কেটেছেন দর্শকমহলে। বয়সের সাথে সাথে বেড়েছে অভিনেত্রীর গ্ল্যামার। তবে এই বয়সে এসেও এখনও অভিনয় করছেন চুটিয়ে। সম্প্রতি চুঁচুড়া উৎসবে দর্শকদের অনুরোধে প্রসেনজিতের সাথে অভিনীত, তাঁর জনপ্রিয় সিনেমা ‘অযোগ্য’ থেকে গান গেয়েছিলেন অভিনেত্রী।