প্রতি ঘন্টায় ৩০.৬৩ লক্ষ টাকার লোন বন্টন! অনন্য রেকর্ড তৈরি করল এই সরকারি সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত অবাক করা বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের (India) একটি সরকারি কোম্পানি ঋণ অনুমোদনের পাশাপাশি লোন ডিস্ট্রিবিউশন তথা বিতরণের দুর্দান্ত রেকর্ড গড়েছে। মূলত, ওই সরকারি সংস্থাটি গত অর্থবর্ষে প্রতি ঘন্টায় ৩০.৬৪৩ লক্ষ টাকার ঋণ ডিস্ট্রিবিউশন করেছে। যেটি ইতিমধ্যেই একটি রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তির সেক্টরকে এগিয়ে নিয়ে যেতেই এই ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়েছে।

এমতাবস্থায়, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে ওই কোম্পানিটির নাম কি? জানিয়ে দিচ্ছি সেই উত্তরও। মূলত, ওই কোম্পানির নাম রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড। যেটি REC নামেও পরিচিত। এটি একটি NBFC কোম্পানি। এই বিষয়ে শেয়ার বাজারে কোম্পানিটি ঠিক কি ধরণের তথ্য দিয়েছে চলুন জেনে নেওয়া যাক।

This government company distributed loans worth Rs 30.63 lakh every hours.

ঋণের রেকর্ড অনুমোদন: পাবলিক সেক্টর কোম্পানি REC লিমিটেড গত ২০২৩-২৪ অর্থবর্ষে মোট ৩.৫৯ লক্ষ কোটি টাকার রেকর্ড ঋণ অনুমোদন করেছে। এটি বার্ষিক ভিত্তিতে ৩৩.৬৬ শতাংশ বেশি। শেয়ার বাজারে এই তথ্য দেওয়ার সময়ে, সংস্থাটি বলেছে যে ২০২২-২৩ অর্থবর্ষে ২.৬৮ লক্ষ কোটি টাকার ঋণ অনুমোদিত হয়েছিল। এদিকে, মোট ৩.৫৯ লক্ষ কোটি টাকার ঋণের মধ্যে ১.৩৬ লক্ষ কোটি টাকা পুনর্নবীকরণযোগ্য শক্তির সেক্টরের জন্য অনুমোদিত হয়েছিল।

আরও পড়ুন: মহাদেবের আশীর্বাদ! সোমনাথ মন্দিরে পুজো দিতেই খুলল হার্দিকের ভাগ্য, প্রথম জয় পেল MI

যেটি গত বছর গ্রিন হাউস প্রকল্পের জন্য অনুমোদিত ২১,৩৭১ কোটি টাকার ঋণের চেয়ে বেশি। বিদ্যুৎ মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থা জানিয়েছে, REC লিমিটেড তার বৃদ্ধির যাত্রা অব্যাহত রেখেছে। এমতাবস্থায়, কোম্পানিটি ২০২৩-২৪ সালে ৩.৫৯ লক্ষ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

আরও পড়ুন: ৬ জওয়ান সহ ১৮ জনের মৃত্যু! ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তান

প্রতি ঘণ্টায় এত টাকার ঋণ বিতরণ করা হয়: এদিকে, সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ১.৬১ লক্ষ কোটি টাকার রেকর্ড ঋণ বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি, কোম্পানিটি অপারেশনাল স্তরে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আর এর মাধ্যমেই কোম্পানিটি গত অর্থবর্ষে প্রতি ঘন্টায় ৩৩.৬৩ লক্ষ টাকার ঋণ বিতরণ করেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৩-২৪ অর্থবর্ষে, ঋণ বিতরণ আগের অর্থবর্ষের তুলনায় ৬৬.৭২ শতাংশ বেশি ছিল। এমতাবস্থায়, ২০২২-২৩ অর্থবর্ষে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৯৬,৮৪৬ কোটি টাকা। তথ্য অনুযায়ী, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত কোম্পানির মোট ঋণ ছিল ৫.০৮ লাখ কোটি টাকা। এটি ২০২২-২৩ অর্থবর্ষের ৪.৩৫ লক্ষ কোটি টাকার চেয়ে ১৭.১৩ শতাংশ বেশি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর