সচিন, সৌরভের সতীর্থ, একসময় ছিলেন তারকা ক্রিকেটার! এখন দেশসেবা করেন IAS অফিসার হিসাবে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পাওয়ার মতো প্রতিভাবান ক্রিকেটারের কোনও অভাব নেই দেশে। এই কারণেই ভারত বর্তমানে ক্রিকেটে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশ। তাই অনেক ক্রিকেটারই এমন আছেন যারা ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং কেরিয়ারের শুরুর দিকে দেশেই ক্রিকেট খেলেছিলেন, কিন্তু প্রতিযোগিতার ভয়ে পরে ভারত ছেড়ে বিদেশে চলে যান। আবার এমন অনেক ক্রিকেটারও আছেন যারা ভারতে জন্মেছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরেও তেমন সাফল্য না পেয়ে যোগ দিয়েছেন অন্য পেশায়।

এই প্রতিবেদনে এমনই এক ক্রিকেটারের কথা তুলে ধরা হলো যার নাম অময় খুরাশিয়া। মধ্যপ্রদেশের হয়ে তিনি খেলেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেট। পড়াশুনা আর ক্রিকেট দুইটি বিষয়কেই সমানতালে চালিয়ে গিয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে তিনি জাতীয় দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পান।

তার আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পেপসি কাপে নিজের অভিষেক ম্যাচ খেলেন অময়। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ৪৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে তার আন্তর্জাতিক কেরিয়ার খুব একটা দীর্ঘ হয়নি।

amay

আন্তর্জাতিক অভিষেকের মতোই ২০০১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। নিজের ২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র ১২টি ওডিআই ম্যাচ খেলেছিলেন তিনি। এরপরেই শেষ হয়ে যায় তার আন্তর্জাতিক কেরিয়ার। এই ১২ ম্যাচে তার আন্তর্জাতিক রানসংখ্যা মাত্র ১৪৯।

ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলার আগেই তিনি পড়াশুনায় যথেষ্ট ভালো মানের ছিলেন। আন্তর্জাতিক মঞ্চে পা রাখার আগেই সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে গিয়েছিলেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাটি দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি পরীক্ষা। সেই পরীক্ষায় সফল হয়ে IAS অফিসার হিসেবে দেশ সেবায় রত আছেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর