লাদাখে ভারতীয় সেনার অদম্য সাহসের ভিডিও দেখে গর্বে চওড়া হয়ে যাবে আপনার ছাতি

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর চিনের (China) মধ্যে লাদাখ (ladakh) নিয়ে চলা সীমান্ত বিবাদের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি ভারতীয় সেনার (Indian Army) একটি ভিডিও (Video) ট্যুইট করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, কেমন ভাবে প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় সেনা দিন-রাত এক করে সীমান্ত সুরক্ষিত করছে।

সেনার ওই ভিডিও ট্যুইট করে জি কিষাণ রেড্ডি লেখেন, ‘ভারতীয় সেনার অনুপ্রেরণমূলক এবং রুদ্ধ্বশ্বাস ভিডিও। সেই সেনা লাদাখের উত্তর ভাগে আমাদের দেশে সীমান্ত সুরক্ষিত রাখে।”

এর আগে চিনের পিপলস লিবারেশন আর্মি মধ্য বুবাই প্রান্তে পাহাড়ের উপরে প্যারাট্রুপার্স আর আর্মড গাড়ির সাথে যুদ্ধ অভ্যাস করে। ওই যুদ্ধ অভ্যাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল চিন। বিশেষজ্ঞদের মতে, ওই পুরো অভিযান মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ করা হয়েছিল।

উল্লেখ্য, ওই যুদ্ধ অভ্যাসের প্রধান কারণ ছিল ভারতকে দেখানো আর সীমান্ত নিয়ে চলা বিবাদের মধ্যে নিজেদের সেনার প্রস্তুতি পরখ করা।

এর আগে চিনের সেনা ১লা জুন তিব্বতের পাহাড়ি এলাকায় রাতের অন্ধকারে যুদ্ধ অভ্যাস করেছিল। চিনের তিব্বতি মিলিটারি কম্যান্ড সোমবার রাতে ৪ হাজার ৭০০ মিটার উচুতে সেনা পাঠিয়ে কঠিন পরিস্থিতিতে নিজেদের ক্ষমতার পরীক্ষণ করেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর