টেলিকম সেক্টরে এবার বিরাট কর্মসংস্থানের সুযোগ! বড়সড় পদক্ষেপ নিল সরকার

বাংলা হান্ট ডেস্ক: এবার কেন্দ্রীয় সরকার টেলিকম এবং কমিউনিকেশন সেক্টরের ক্ষেত্রে PLI স্কিমে আরও ৪২ টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করার জন্য অনুমোদন দিয়েছে। জানা গিয়েছে, ৪২ টি কোম্পানির মধ্যে ২৮ টি এমএসএমই। এছাড়াও, যে কোম্পানিগুলি PLI-এর জন্য আবেদন করেছিল, তাদের মধ্যে ১৭ টি ডিজাইন-ভিত্তিক উৎপাদন নিয়মের অধীনে ১ শতাংশের অতিরিক্ত PLI চেয়েছিল বলেও জানা গিয়েছে।

এই ৪২ টি কোম্পানি ৪,১১৫ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, এর ফলে প্রায় ৪৪ হাজার নতুন চাকরি তৈরি হবে বলেও অনুমান করা হচ্ছে। সর্বোপরি, এই বিনিয়োগের মাধ্যমে, টেলিকম পণ্যের বিক্রি ২.৪৫ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য যে, PLI-এর অধীনে আগত টেলিকম কোম্পানিগুলিকে আরও পণ্য যোগ করে ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভের অধীনে আবেদন করার বিকল্প দেওয়া হয়েছিল। এছাড়াও, সেগুলি ৫ বছরের PLI পিরিয়ড কমিয়ে ১ বছর করার বিকল্প পেয়েছিল।

সুবিধা নিয়েছে কোম্পানিগুলি: জানা গিয়েছে, ইতিমধ্যেই ২২ টি কোম্পানি এই সুযোগের সদ্ব্যবহার করেছে। যার মধ্যে ১৩ টি নতুন আবেদনকারীও রয়েছে। এই সংস্থাগুলি তাদের PLI-এর সময়কাল ৫ বছর থেকে কমিয়ে ১ বছর করেছে। এই প্রসঙ্গে সিএনবিসির খবর অনুযায়ী জানা গিয়েছে যে, DLI-এর অধীনে আবেদনকারী সংস্থাগুলি ৫ থেকে ৮ শতাংশ ইনসেন্টিভ পাবে। এমতাবস্থায়, সরকার DLI-এর অধীনে ৪,১৯৫ কোটি টাকার ইনসেন্টিভ দেবে। অপরদিকে, সাধারণ PLI-এর অধীনে আবেদনকারী টেলিকম এবং কমিউনিকেশন সংস্থাগুলি ৪ থেকে ৭ শতাংশ হারে ইনসেন্টিভ পাবে।

DLI স্কিমটি ঠিক কি: DLI-এর অধীনে, শুধুমাত্র ফিন্যান্সিয়াল ইনসেন্টিভ নয়, পাশাপাশি, সংস্থাগুলিকে ডিজাইন ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টও দেওয়া হয়। এই সাহায্য কোম্পানিগুলিকে সেমিকন্ডাক্টর ডিজাইন, ইন্টিগ্রেটেড সার্কিট, চিপসেট ইত্যাদি তৈরি করতে আগামী ৫ বছরের জন্য দেওয়া হবে। এই স্কিমটি তৈরি করেছে ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক। এই প্রকল্পের উদ্দেশ্য হল, সেমিকন্ডাক্টর ডিজাইনে আর্থিক ইনসেন্টিভ সহ সঠিক পরিকাঠামো প্রদান করা।

mobile tower

কারা পাবে সুবিধা: ডিজাইন লিংক ইনসেন্টিভের অধীনে, এই ধরণের সংস্থাগুলি তাদের পণ্যগুলিতে ৫০ শতাংশ মেড ইন ইন্ডিয়া পণ্য ব্যবহার করতে পারে। নতুন PLI স্কিমে, নির্মাতাদের পক্ষ থেকে জানা গিয়েছে যে, সরকার গবেষণা ও উন্নয়ন খাতে ১৫ শতাংশ পরিমান ব্যবহারের প্রয়োজনীয়তাকে সরিয়ে দিয়েছে। এমতাবস্থায়, স্যামসাং, নোকিয়া, জাবিল, ডিক্সন টেক, তেজস নেটওয়ার্ক, এইচএফসিএল, ভিভিডিএন এবং কোরাল টেলিকমের মতো কোম্পানিগুলি এই স্কিমের সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর