বন্দে ভারত কিংবা দুরন্ত নয়! ভারতের এই ট্রেনটিই মালামাল করে দিচ্ছে রেলকে, হচ্ছে বিপুল লক্ষ্মীলাভ

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) গণপরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ তাঁদের গন্তব্যে পৌঁছে যান রেলপথের মাধ্যমেই। শুধু তাই নয়, অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় রেলপথে যাতায়াত করা অপেক্ষাকৃত সস্তা হওয়ায় দূরের কোনো সফর হোক কিংবা কাছের কোনো গন্তব্য প্রতিটি ক্ষেত্রেই রেলপথকে প্রাধান্য দেন অধিকাংশজন যাত্রী।

এমতাবস্থায়, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হয়। তবে, ট্রেনে আমরা কমবেশি সকলেই চড়লেও আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, ভারতে আয়ের দিক থেকে এগিয়ে রয়েছে কোন ট্রেন? আসলে অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। প্রথমেই জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে আমাদের দেশে রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে দুরন্ত, শতাব্দী এমনকি বন্দে ভারতের মতো অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেনের সফর শুরু হয়েছে।

This is the highest grossing train in India.

এই ট্রেনগুলি নিয়মিতভাবে যাত্রীদের পরিষেবা দিচ্ছে। এর পাশাপাশি প্যাসেঞ্জার ট্রেন এবং মালবাহী ট্রেনগুলির পরিষেবাও নিরবিচ্ছিন্নভাবে চলছে। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, আমাদের দেশে এখন প্রায় ১৩ হাজার ট্রেন চলাচল করছে। এমতাবস্থায়, অনেকেই মনে করতে পারেন হয়তো আয়ের দিক থেকে বন্দে ভারত এক্সপ্রেস সবথেকে এগিয়ে থাকবে। কিন্তু, পরিসংখ্যান বলছে অন্য কথা। ২০২২-২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, উত্তর রেলওয়ের সর্বোচ্চ আয় করা ট্রেন হল বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস।

আরও পড়ুন: লকেটকে দিলেন খোঁচা! কেন হুগলিতে প্রার্থী হলেন রচনা? “আসল সত্যি” সামনে আনলেন মমতা

ওই ট্রেনটিতে, সংশ্লিষ্ট বছরে যাতায়াত করেছেন ৫ লক্ষেরও বেশি মানুষ।ট্রেনটির রুট হল হযরত নিজামুদ্দিন থেকে কেএসআর বেঙ্গালুরু। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, উত্তর রেলওয়ে তরফে জানানো হয়েছে শুধুমাত্র ওই ট্রেনটিই সর্বোচ্চ ১৭৬ কোটি টাকা আয় করেছে। হ্যাঁ, প্রথমে এটা জেনে চমকে গেলেও বিষয়টি কিন্তু একদমই সত্যি। এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। যেটি দিল্লি থেকে শিয়ালদহ পর্যন্ত চলাচল করে। ২০২২-২৩ অর্থবর্ষে এই ট্রেনটি আয় করেছে ১২৮ কোটি টাকা।

আরও পড়ুন: ভারতে কমছে হিন্দু, ৪৩ শতাংশ বাড়ল মুসলিম! ভোটের মাঝেই এল জনসংখ্যা নিয়ে রিপোর্ট

পাশাপাশি, ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এই তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। ওই ট্রেনের মোট আয় হল ১২৬ কোটি টাকা। এদিকে, মুম্বাই রাজধানী এক্সপ্রেস ১২২ কোটি টাকা আয় করে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এছাড়াও দিল্লি থেকে কানপুর রুটে চলা ডিব্রুগড় রাজধানী ১১৬ কোটি টাকা আয় করার মাধ্যমে এই তালিকাতে রয়েছে পঞ্চম স্থানে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর