ভারতীয় মুদ্রার “আচ্ছে দিন”! দীর্ঘ ন’বছর পর সবচেয়ে শক্তিশালী ওপেনিং টাকার, নেপথ্যে কোন কারণ?

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ডলারের (Dollar) তুলনায় টাকার (Rupees) দরে ক্রমশ পতন পরিলক্ষিত হয়েছিল। যার ফলে রীতিমতো সাড়া পড়ে যায় দেশজুড়ে। এমতাবস্থায়, শুক্রবার ভারতীয় মুদ্রার দামে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই আগের সেশনে হওয়া ক্ষতির পরিমান অনেকটাই পুষিয়ে নিয়েছে ভারতীয় মুদ্রা।

অনুমান করা হচ্ছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় কম মুদ্রাস্ফীতির পরিসংখ্যান সামনে আসায় ডলারের মূল্যে পতন ঘটেছে। যার ফলে প্রত্যক্ষভাবে শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রা। আর এর ওপর ভর করেই শুক্রবার সকালের সেশনে, ভারতীয় মুদ্রা প্রতি ডলারের নিরিখে ৮০.৭৫ টাকায় লেনদেন হচ্ছে।

২০১৩ সালের পর থেকে সবচেয়ে শক্তিশালী ভাবে ওপেনিং হয়েছে ভারতীয় মুদ্রার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে ভারতীয় মুদ্রা ৮০.৬৭৮৮-এর স্তরে ওপেন হয়েছে। যেখানে আগের সেশনে এটি ৮১.৮১১২ পয়েন্টে বন্ধ হয়েছিল। শুক্রবার, ডলারের নিরিখে টাকা ১০ পয়সা বৃদ্ধির সাথে খুলেছে। এমতাবস্থায়, গত নয় বছরের মধ্যে এটাই টাকার সবচেয়ে বড় ওপেনিং। ২০১৩-র সেপ্টেম্বরের পরে, ১১ নভেম্বর অর্থাৎ শুক্রবারই টাকা সবচেয়ে বড় লাভের সাথে খুলেছে। শুধু তাই নয়, গত সাত সপ্তাহের সর্বোচ্চ উচ্চতায় লেনদেনও করছে।

ডলার ইনডেক্সের নিরিখে টাকার নিকটতম সাপোর্ট লেভেল হল ৮০.৫০ টাকা: বাজারের শুরুতেই, টাকা ৮০.৬৭৮৮ থেকে ৮০.৭৫২৫ টাকার মধ্যে লেনদেন করেছে এবং ডলার প্রতি ৮১ টাকার নিচেই অবস্থান করছে। এমতাবস্থায়, বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলার ৮১.৯১ টাকায় পৌঁছলেও এবার টাকার মূল্য বৃদ্ধির পথ আরও পরিষ্কার করে দিয়েছে। ডলার ইনডেক্সের নিরিখে টাকার নিকটতম সাপোর্ট লেভেল হল ৮০.৫০ টাকা, যেখানে মনস্তাত্ত্বিক স্তর হল ৮০। পাশাপাশি আশা করা হচ্ছে যে শুক্রবার, সারাটা দিন জুড়ে টাকা ৮০.২৫ থেকে ৮১-র স্তরের মধ্যে লেনদেন চালিয়ে যাবে।

MONEY NEWS 1

আমেরিকায় মুদ্রাস্ফীতি হ্রাসের কারণে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি দেখা গেছে: জানিয়ে রাখি যে, মার্কিন যুক্তরাষ্ট্রে গত অক্টোবর মাসের মুদ্রাস্ফীতির পরিসংখ্যান বাজারের অনুমানের চেয়ে কম ছিল। যার কারণে বিশ্বব্যাপী শেয়ার বাজার ভালো শক্তি প্রদর্শন করেছে। পাশাপাশি ডলার ইনডেস্কে প্রবল চাপ রয়েছে এবং এটি ইতিমধ্যেই ১০৮-এর নিচের স্তরে নেমে এসেছে। যার ফলে, শুক্রবার ডলারের নিরিখে টাকা ১১০ পয়সা বৃদ্ধির সাথে ওপেন হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর