পেট্রোল-ডিজেল নিয়ে নিতিন গডকড়ির ইঙ্গিতপূর্ণ মন্তব্য, জানুন কি করতে চলেছে সরকার

বাংলা হান্ট ডেস্কঃ দেশে পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছুঁচ্ছে। সরকার তেলের দাম বাড়ছে বুঝলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনও স্বস্তির খবর আসেনি। সরকার পেট্রোল-ডিজেলের বদলে অন্য বৈকল্পিক জ্বালানী কীভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে চিন্তা করছে। দেশে ইলেক্ট্রিক গাড়ি আসছে, কিন্তু সেগুলো এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।

তেলের বর্ধিত দাম নিয়ে পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি বলেন, ‘ আমার হিসেবে এখন দেশকে পেট্রোল-ডিজেলের বৈকল্পিক জ্বালানীর দিকে যাওয়া উচিৎ। আমি আগে থেকেই ইলেক্ট্রিক ইন্ধনের দিকে জোর দিচ্ছি। ভারতে বিদ্যুতের যেহেতু কোনও সমস্যা নেই, সেহেতু ইলেক্ট্রিক গাড়ি বেশ চলবে আর মানুষকে বর্ধিত তেলের দাম থেকে মুক্তি দেবে।”

নীতিন গডকড়ি বলেন, ‘আমরা এই মুহূর্তে ৮১ পার্সেন্ট লিথিয়াম-আয়ন- ব্যাটারি ভারতে বানাচ্ছি। আমার মন্ত্রালয় এই ব্যাটারির বৈকল্পিক ব্যবস্থাও খুঁজছে। এই নিয়ে চলছে গবেষণাও। মন্ত্রালয় এখন হাইড্রোজেন ফুয়েল সেলসকেও বিকশিত করছে।” তিনি বলেন, ‘আমরা এই সময়ে Fossil Fuels (পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, অয়েল শেল) এর বিকল্প প্রস্তুত করায় জুটেছি। এটি এখন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘সমস্যা হল বাজারে Fossil Fuels এর দাম অনেক বেড়ে গিয়েছে। আর ভারত এই ইন্ধন ৭০ শতাংশ আমদানি করে।” এই সময়ে ভারত ৮ লক্ষ কোটির Fossil Fuels আমদানি করছে। গডকড়ি বলেন, সম্প্রতি ভারতে CNG পরিচালিত ট্রাক্টর লঞ্চ হয়েছে। এই ইন্ধন খড় এবং আখ গাছের অবশিষ্ট দিয়ে তৈরি হয়।

বলে রাখি, আজ লাগাতার নবম দিন বাড়ল পেট্রোল ডিজেলের দাম। রাজস্থানের শ্রীগঙ্গানগরে ১০০ টাকা পার করেছে পেট্রোলের দাম। দিল্লী পেট্রোলের দাম প্রায় ৯০ টাকা। আর ডিজেলের দাম ৮০ টাকা। পেট্রোল-ডিজেল আর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। কিন্তু এই সমস্যা থেকে কবে স্বস্তি পাওয়া যাবে, সেটা নিয়ে কিছুই বলা হচ্ছে না সরকারের তরফ থেকে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর