এই একটি কারণেই এখনো অবিবাহিত রয়ে গিয়েছেন মুকেশ খান্না, ৬৪-তেও একলাই কাটছে জীবন

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কিত মন্তব‍্যের জেরে প্রায়শই চর্চায় উঠে আসে মুকেশ খান্নার (Mukesh Khanna) নাম। বিটাউনের ‘ভীষ্ম পিতামহ’ তিনি। পরবর্তীকালে ‘শক্তিমান’ চরিত্রেও অভিনয় ক‍রেছেন মুকেশ। তবে দীর্ঘদিন হল অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। নিজের ইউটিউব চ‍্যানেলেই মাঝেমধ‍্যে ভিডিও শেয়ার করেন। বিভিন্ন বিষয়ে নিজের মতামত রাখেন। এমনকি অনুরাগীদের প্রশ্নেরও উত্তর দেন তিনি। সাম্প্রতিক সব বিষয়েই তাঁর মতামত রাখা চাই-ই চাই।

তবে মুকেশ ভক্তরআ একটি প্রশ্ন সবথেকে বেশি বার করেছেন, কখনো বিয়ে করেননি কেন তিনি? এত বয়স হয়ে গেল, একবারো সংসার করার ইচ্ছা হল না কেন? এর উত্তরও দিয়েছেন অভিনেতা। আর সেই সঙ্গে ফাঁস করেছেন তাঁর জীবনের অজানা কিছু তথ্য। একটি ভিডিওতে মুকেশ বলেন, একটা সময় সবাই তাঁকে এই প্রশ্নটাই করত। যে কোনো সাক্ষাৎকারের শেষে অবধারিত ভাবে প্রশ্ন আসত যে, “স‍্যার, আপনি বিয়ে কবে করছেন?”

Mukesh khanna

অভিনেতা জানান, তিনি অনেককে এমনো বলতে শুনেছিলেন যে ভীষ্মের চরিত্রে অভিনয় করতে করতে বাস্তব জীবনেও ভীষ্মের প্রতিজ্ঞা করেছেন তিনি। তবে মুকেশের কথায়, “এমনটা একেবারেই নয়। আমি ওঁর নির্দেশগুলো মেনে চলি, ওঁর সম্মান করি। কিন্তু আমি এতটাও মহানও নই। কোনো মানুষই বাস্তব জীবনে ভীষ্মের মতো হতে পারবে না।”

অভিনেতা আরো জানিয়েছিলেন, তিনি বিয়ের মতো একটা রীতিকে সম্মান করেন। বিয়ে না করার মতো কোনো প্রতিজ্ঞাও তিনি করেননি। শুধু তিনি এটা মানেন যে ভাগ‍্যে বিয়ে লেখা থাকলে তবেই হয়। অভিনেতার মতে, এটা একটা পবিত্র বন্ধন। দুই আত্মার মিলন হয় বিয়েতে, তাঁদের ভাগ‍্য মিলে যায়। হয়তো তাঁর ভাগ‍্যে বিয়ে লেখা ছিল না। শুধুমাত্র এই কারণেই এই প্রৌঢ় বয়সে এসেও অবিবাহিত মুকেশ।

shaktiman Mukesh Khanna 1

তবে তাঁর জীবনে বিতর্ক কিন্তু কম নেই। একবার মুকেশ মন্তব‍্য করেছিলেন, বিয়ের পর মেয়েরা যেভাবে জীবন নির্বাহ করে তা পছন্দ নয় তাঁর। সে কারণে বিয়ে করেননি তিনি। বলা বাহুল‍্য সে উত্তর মনে ধরেনি অনেকেরই। ‘নারী বিদ্বেষী’র তকমা দেওয়া হয়েছিল মুকেশ খান্নাকে। অনেকেই কটাক্ষ করেছিলেন যে মহিলা বিদ্বেষের জন‍্যই বিয়ে করেননি মুকেশ খান্না।

মহিলাদের নিয়ে বহুবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে মুকেশকে। তাঁর এসব মন্তব্যের জন্য নারী বিদ্বেষী তকমাও জুটেছে তাঁর। তবে সমালোচনাকে কখনোই পাত্তা দেননি মুকেশ। নিজের চিন্তাধারা, নিজের মতামতেই অটল থেকেছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর