আমেরিকায় এই দিনে পালন করা হয় ‘শ্রেয়া ঘোষাল ডে’! কারণ জানলে গর্ব হবে আপনারও

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সঙ্গীত জগতের বর্তমান প্রজন্মের মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। মুর্শিদাবাদের ছোট্ট মেয়েটার ভক্ত আজ ছড়িয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়ে। শুধু এ দেশেই নয়, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কনসার্ট করেন শ্রেয়া। প্রতিটি কনসার্টেই উপচে পড়ে শ্রোতাদের ভিড়। শুধু তাই নয়, আমেরিকায় তাঁর নামে রয়েছে গোটা একটা দিন!

১৯৮৪ সালের ১২ মার্চ মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন শ্রেয়া। ছোট থেকেই সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল তাঁর। রিয়েলিটি শো থেকে উত্থান হয় তাঁর। সঞ্জয় লীলা বনশালি কার্যত আবিষ্কার করেন শ্রেয়াকে। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। দ্রুত দেশের বাইরেও ছড়িয়ে পড়ে তাঁর নাম।

shreya ghoshal

জানলে অবাক হবেন, আমেরিকার এক গভর্নরও শ্রেয়ার বড় ভক্ত। সেদেশে ২৬ জুন দিনটি গায়িকার নামে রয়েছে। এদিন শ্রেয়া ঘোষাল ডে পালন করা হয়। এর সূত্রপাত হয় ২০১০ সাল থেকে। ওহিয়ো গিয়েছিলেন শ্রেয়া। তখনি গভর্নর টেড স্ট্রিকল্যান্ড ঘোষণা করেন, ২৬ জুনটি শ্রেয়া ঘোষাল ডে হিসাবে পালন করা হবে।

বলিউডে শ্রেয়ার প্রথম গান, দেবদাস ছবির ‘ডোলা রে’ এবং বৈরি পিয়া। দুটো গানই তুমুল হিট হয়। দেবদাস ছবিতে শ্রেয়ার সুযোগ পাওয়ার পেছনে রয়েছে এক মজার কাহিনি। পরিচালক সঞ্জয় লীলা বনশালির মা সারেগামাপা দেখতেন। সেখানে শ্রেয়ার গান শুনে তিনি পরিচালককে ফোন করে জানান, তাঁর গলা হুবহু লতা মঙ্গেশকরের মতো।

শ্রেয়ার গান বাস্তবিকই খুব পছন্দ হয়েছিল বনশালির মায়ের। এরপর জিসম ছবিতেও ‘জাদু হ‍্যায় নশা’ গানটি শোনা গিয়েছিল শ্রেয়ার কণ্ঠে। তারপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট গান তিনি উপহার দিয়ে গিয়েছেন সঙ্গীত প্রিয় মানুষদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর