‘রতন টাটা যা কাজ করেছেন তা অতূল্য”, রাষ্ট্রপতির কাছে তাঁকে ভারত রত্ন দেওয়ার দাবি সাংসদের

বাংলাহান্ট ডেস্ক: গতকাল জন্মদিন গিয়েছে প্রবীণ শিল্পপতি রতন টাটার (Ratan Tata)। ৮৫ বছরে পা দিলেন এই শিল্পপতি। রতন টাটা বিভিন্ন সময়েই দেশের জন্য একাধিক সেবামূলক কাজ করে শিরোনামে থেকেছেন। সেই জন্য নবীন থেকে প্রবীণ, সকল প্রজন্মেই তাঁর অনুরাগীর সংখ্যা অসংখ্য। 

নিজের কাজের জন্য তিনি একাধিক ক্ষেত্রেই একাধিক সম্মান পেয়েছেন। এ বার এক সাংসদ দাবি জানালেন, রতন টাটাকে ভারত রত্ন সম্মানে ভূষিত করার। এই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠিও লিখলেন তিনি। ওয়াইএসআর কংগ্রস পার্টির সাংসদ রঘু রামকৃষ্ণ রাজু এই বিখ্যাত শিল্পপতিকে ভারত রত্ন দেওয়ার দাবি জানিয়েছেন।

ratan tata

ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠিও লিখে ফেলেছেন তিনি। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে ওই সাংসদ লিখেছেন, ‘পৃথিবীতে একাধিক ধনকুবের জন্মগ্রহণ করেন। কিন্তু খুব অল্প মানুষই তাঁদের ছাপ রেখে যান। রতন টাটা হলেন তেমনই একজন মানুষ।’ অন্ধ্রপ্রদেশের নরশপুরের সাংসদ হলেন রঘু রামকৃষ্ণ রাজু । 

তিনি বলেছেন, “রতন টাটা এমন একজন মানুষ যাঁর ভারত রত্ন প্রাপ্য। তিনি আরও জানান, রতন টাটার নাম দেশের জনহিতৈষী ধনকুবেরদের তালিকায় থাকবে। তাই তিনি রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন টাটাকে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করার। 

ratan tata

প্রসঙ্গত, গত অক্টোবরে রতন টাটাকে ‘সেবা রত্ন’ সম্মানে ভূষিত করা হয়েছিল। সমাজসেবা মূলক কাজের জন্য তাঁকে এই সম্মান দিয়েছিল সেবা ভারতী সংগঠন। সেদিন তিনি ছাড়াও আরও ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মান দেওয়া হয়। যদিও রতন টাটা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

১৯৩৭ সালে জন্ম হয়েছিল রতন টাটার। গতকাল ৮৫ বছরে পা দিলেন প্রবীণ এই শিল্পপতি। স্বভাবই সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্য শুভেচ্ছা বার্তা উপচে পড়েছিল। টুইটারেও রতন টাটা হ্যাশট্যাগ ট্রেন্ড করেছিল গতকাল। টাটাকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। দেবেন্দ্র ফড়নবিশ ও আদিত্য ঠাকরে শুভেচ্ছা বার্তা পাঠান রতন টাটাকে।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর