এবার WhatsApp-এর নতুন এই ফিচার বদলে দেবে চ্যাটিংয়ের ধরণ! জেনে চমকে যাবেন আপনিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে WhatsApp ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। দৈনন্দিন জীবনের একাধিক কাজকে সহজ করে দিয়েছে এই প্ল্যাটফর্ম। এমতাবস্থায়, ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায়শই বিভিন্ন ধরণের ফিচার নিয়ে আসে WhatsApp। যেগুলি ব্যবহারকারীরা অত্যন্ত পছন্দও করেন। সেই রেশ বজায় রেখেই WhatsApp ফের একটি দুর্দান্ত ফিচার সামনে এনেছে। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গটি বিস্তারিতভাবে উপস্থাপিত করা হল।

মূলত, WhatsApp-এর নতুন এই ফিচারের ফলে চ্যাটিংয়ের ধরণে পরিবর্তন আসতে চলেছে। যেটি জানলে আপনিও চমকে যাবেন। এই প্রসঙ্গে WABetaInfo-এর একটি নতুন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, WhatsApp iOS বিটাতে সম্প্রতি ভিডিও কলের জন্য পিকচার-ইন-পিকচার মোড চালু করেছে। এই বৈশিষ্ট্যটি সেই সমস্ত বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে যাঁরা TestFlight অ্যাপ থেকে iOS 22.24.0.79 আপডেটের সর্বশেষ WhatsApp বিটা ভার্সানটি ইনস্টল করেছেন।

এই নতুন ফিচার কিভাবে কাজ করবে: জানা গিয়েছে, নতুন এই ফিচারের দৌলতে ব্যবহারকারীরা WhatsApp-এ ভিডিও কল করার সময় অন্যান্য অ্যাপও ব্যবহার করতে পারবেন। এমতাবস্থায়, যখন আপনি একটি ভিডিও কলের সময় অন্য একটি অ্যাপ খোলার মাধ্যমে মাল্টিটাস্ক করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ক্যাপাসিটি এনাবেলড করা থাকলে তাৎক্ষণিকভাবে পিকচার-ইন-পিকচার সক্রিয় হয়ে যাবে। পাশাপাশি, ব্যবহারকারীরা অস্থায়ীভাবে ভিডিও কলটি ডিসএবলও করতে পারবেন। কারণ এতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের ব্যবহার উপলব্ধ রয়েছে।

iOS 16.1-এ রয়েছে উপলব্ধ: আপাতত এই ফিচারটি iOS 16.1 এবং পরবর্তী ভার্সানে কাজ করতে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আগামী দিনে এই নতুন ফিচারটি অন্যান্য ব্যবহারকারীরদের জন্যও সামনে নিয়ে আসা হবে।

Whatsapp Account Banned

এই নতুন ফিচারটিও যুক্ত হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত সপ্তাহে এই মেসেজিং প্ল্যাটফর্মটি iOS-এ কিছু বিটা টেস্টার্সদের জন্য একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে। যা ব্যবহারকারীদেরকে তারিখ অনুসারে মেসেজ অনুসন্ধান করার সুবিধা উপলব্ধ করেছে। এমতাবস্থায়, এই বৈশিষ্ট্যটির সাহায্যে ব্যবহারকারীরা সহজেই একটি চ্যাটের মধ্যে কোনো নির্দিষ্ট তারিখে যেতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর