এবার বাজার কাঁপাতে আসছে Realme-র এই 5G স্মার্টফোন! এর ফিচার্স জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: দেশের স্মার্টফোনের বাজারে একটি জনপ্রিয় নাম হল Realme। যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসছে এই সংস্থা। এদিকে, Realme-র Narzo স্মার্টফোন সিরিজ খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এবার Realme এই সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। এটি হতে পারে Narzo 60 সিরিজের স্মার্টফোন। আসন্ন ফোনটি গিকবেঞ্চে স্পট করা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসন্ন স্নার্টফোনটির মডেল নম্বর RMX3750 সহ তালিকাভুক্ত করা হয়েছে।

ন্যাশভিল চ্যাটারের একটি রিপোর্টে বলা হয়েছে যে Realme Narzo 60 5G কোম্পানির পরবর্তী Narzo স্মার্টফোন হতে পারে। গিকবেঞ্চ ডেটাবেস লিস্টিং প্রকাশ করেছে যে এই স্মার্টফোনের মাদারবোর্ডের কোডনেম হল k6833v1_64_k419 এবং CPU নাম হল ARM MT6833। এই অনুমান সত্যি হলে, Narzo-র আপকামিং ডিভাইসে MediaTek-এর Dimensity 6020 প্রসেসর দেওয়া হতে পারে।

পাশাপাশি, এই ফোনটি 8 GB RAM-এর সাথে উপলব্ধ হতে পারে। তবে, এই স্মার্টফোনটিতে আর কি কি ফিচার্স থাকবে, তা আগামী দিনে আরও বিস্তারিতভাবে জানা যাবে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, Narzo 60 5G গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্ট রেজাল্টে যথাক্রমে 714 এবং 1868 পয়েন্ট পেয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, Narzo 60 5G চিনের Realme 11 5G-র একটি রিব্যাজড ভার্সন হবে।

উল্লেখ্য যে, Realme 11 5G একাধিক গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন পেয়েছে। এই ফোনটি 6.43 ইঞ্চির FHD + AMOLED ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট সহ লঞ্চ করা হতে পারে। পাশাপাশি, ফোনটিতে একটি 5000 mAh-এর ব্যাটারি দেওয়া হতে পারে। যা 18W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

1 stuff realme 9 smartphone review in hand rear

এদিকে, কোম্পানি C সিরিজের একটি নতুন স্মার্টফোন Realme C51-ও লঞ্চ করতে পারে। এই ফোনটি একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। যেগুলি এই ফোনের লঞ্চের বিষয় জানিয়েছে। Realme C সিরিজে এখনও পর্যন্ত একাধিক আকর্ষণীয় স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই লাইনআপের স্মার্টফোনগুলি অনেকটা iPhone-এর মতোই। Realme C53-তে iPhone Pro মডেলের মতো একই ক্যামেরা মডিউল রয়েছে। এছাড়াও, এই বছর লঞ্চ হওয়া Realme C55-এ iPhone 14 Pro এবং Pro Max-এর মতো নোটিফিকেশন পিল রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর