মাত্র ১৫ দিনেই বুকড ১৮,৬০০ গাড়ি! লঞ্চ হতেই বাজারে সাড়া ফেলেছে এই ইলেকট্রিক স্কুটার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে সর্বত্রই মানুষ বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) প্রতি আকৃষ্ট হচ্ছেন। মূলত, ক্রমবর্ধমান জ্বালানির দাম এবং পরিবেশ দূষণ যাতে না হয় সেই দিকটিকে মাথায় রেখেই বৈদ্যুতিক যানবাহন কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, গ্রাহকদের বিপুল চাহিদার ওপর ভিত্তি করে একের পর এক দুর্দান্ত সব EV বাজারে নিয়ে আসছে প্রস্তুতকারী সংস্থাগুলি।

তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি লঞ্চ হওয়ার পর থেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গ্রাহকমহলে। ইতিমধ্যেই অটো এক্সপোতে লঞ্চ হওয়া ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা Joy e-bike-এর নতুন ইলেকট্রিক স্কুটার MIHOS সবাইকে আকৃষ্ট করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বুকিং শুরুর মাত্র ১৫ দিনের মধ্যেই ১৮,৬০০ জন বুকিং করেছেন এই ইলেকট্রিক স্কুটারটিকে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Joy e-bike MIHOS হল একটি রেট্রো-স্টাইলের বৈদ্যুতিক স্কুটার। অটো এক্সপো ২০২৩-এ এই স্কুটারটিকে ১.৩৫ লক্ষ টাকার মূল্যে (এক্স-শোরুম) লঞ্চ করা হয়েছিল। এমতাবস্থায়, কোম্পানি ঘোষণা করেছে যে, ২০২৩ সালের মার্চ থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে এই বৈদ্যুতিক স্কুটারের ডেলিভারি শুরু হবে।

মূলত, গ্রাহকরা MIHOS ইলেকট্রিক স্কুটারটি অনলাইনে অথবা ৬০০-রও বেশি অনুমোদিত ডিলারশিপ নেটওয়ার্ক থেকে মাত্র ৯৯৯ টাকায় বুক করতে পারেন। MIHOS বৈদ্যুতিক স্কুটারটিতে একটি ৭৪V৪০Ah Li-ion ব্যাটারি এবং একটি ১৫০০W-এর মোটর রয়েছে যা ৯৫ Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। এই ইলেকট্রিক স্কুটারের টপ স্পিড হল ৭০ kmph। পাশাপাশি, স্কুটারটি ৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এছাড়াও, একবার চার্জে সেটি ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

কি জানিয়েছে সংস্থা: এই প্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয় যে, “আমরা অটো এক্সপো চলাকালীন MIHOS-এর জন্য দুর্দান্ত সাড়া পেয়েছি। স্কুটারটি নতুন মেটিরিয়াল পলি ডাইক্লোপেন্টাইন সহ একটি শক্তিশালী ভার্সানে লঞ্চ করা হয়েছে। আমরা আনন্দিত যে, এই স্কুটারের জন্য বিপুল চাহিদা পরিলক্ষিত হয়েছে এবং আমরা MIHOS-এর ডেলিভারির জন্য খুবই উন্মুখ হয়ে রয়েছি। যা এই বছরের মার্চ মাসে পর্যায়ক্রমে ডেলিভারি করা শুরু হবে।”

mihos63bff03610510

পাশাপাশি, সংস্থা আরও জানিয়েছে, “আমরা গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং তাঁদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের প্রোডাক্টের পোর্টফোলিও প্রসারিত করছি। আমরা ইভি স্পেসে আমাদের মার্কেট শেয়ার বাড়ানোর জন্য ফলাফল-ভিত্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এমতাবস্থায়, আমরা আশাবাদী যে, আগামী মাসগুলিতে বেশ ভালোরকমের বিক্রয় সংখ্যা হাসিল করতে পারব।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর