গুগলে দেড় কোটি টাকার চাকরি, সবাইকে অবাক করলেন সাদামাটা স্কুলে পড়া কৃষ্ণনগরের দেবর্ষি মৈত্র

বাংলা হান্ট ডেস্ক: ফের গুগলের মতো সংস্থায় চাকরি পেলেন রাজ্যের এক পড়ুয়া। জানা গিয়েছে যে, এবার এই সংস্থায় দেড় কোটি টাকার চাকরি পেলেন নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা দেবর্ষি মৈত্র। সম্প্রতি এই চাকরি নিশ্চিত করে দেবর্ষির কাছে মেল আসে গুগলের তরফে। এদিকে, ছেলের এই বিরাট সাফল্যে খুশির জোয়ার মৈত্র পরিবারে।

ছোট থেকেই আর পাঁচজনের মতো পড়াশোনা শুরু করে একদম সাদামাটা স্কুলে ভর্তি হয়েছিলেন দেবর্ষি। তাঁর বাবার একটি গ্রিলের দোকান রয়েছে। পাশাপাশি, মা হলেন গৃহবধূ। দেবর্ষির একজন দিদিও রয়েছেন। বর্তমানে তিনি পেশায় স্কুল শিক্ষিকা। এলাকাতেও কৃতি ছাত্র হিসেবে পরিচিত ছিলেন দেবর্ষি। জানা গিয়েছে যে, ২০১৬ সালে কৃষ্ণনগর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন তিনি।

তারপরেই দেবর্ষি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ভর্তি হন। সেখান থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর জয়েন্ট পরীক্ষার মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন তিনি। স্নাতকোত্তরের চতুর্থ বর্ষে থাকাকালীন তিনি নিজেই গুগলের সাথে যোগাযোগ করেন এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই বিরাট সফলতা লাভ করেছেন।

আপাতত, সেখানে ১ কোটি ৪০ লক্ষ টাকার চাকরি করবেন তিনি। এদিকে, তাঁর এই সাফল্যে দেবর্ষির মা জানিয়েছেন, “ছেলে একটা ভালো জায়গায় পৌঁছবে তা আমি জানতাম। কিন্তু ও যে এত বিরাট মাপের চাকরি পাবে সেটা কখনোই ভাবিনি। এখন খুব ভালো লাগছে।” পাশাপাশি দেবর্ষির বাবা জানিয়েছেন, “এটা সত্যিই আনন্দের খবর। আমার ছেলে এবং মেয়ে দু’জনেই পড়াশোনায় খুব ভালো। ওদেরকে ছোট থেকে আমিই পড়িয়েছি। ছোটবেলা থেকেই ওদের মধ্যে আত্মসম্মানবোধ জাগিয়ে দিয়েছিলাম আমি। এখন তারা দুজনেই সাফল্য পেয়েছে।” এদিকে দেবর্ষির এই অসাধারণ কৃতিত্বে তাঁকে শুভকামনা জানিয়েছেন তাঁর শিক্ষকেরাও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর