মেয়েরা এই জিনিসটা খুব সহজেই বের করে, অথচ ছেলেদের ক্ষেত্রে ঠিক উল্টো! কী বলতে পারবেন ?

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বিশ্বের সবথেকে জনবহুল দেশ ভারতবর্ষ। এই জনসংখ্যার অধিকাংশই তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মের চাকরির ব্যবস্থা করা সরকারের পক্ষে খুবই চিন্তার একটি বিষয়। তবে বর্তমানে ভারতবর্ষে বিভিন্ন বৈদেশিক কোম্পানি নিজেদের ব্যবসা করছে। 

আর সেখানেই অধিকাংশ তরুণ-তরুণী সরকারির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে নিজেদের ক্যারিয়ার তৈরি করছেন। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই চাকরি পাওয়ার জন্য আমাদের ইন্টারভিউ দিতে হয়। এই ইন্টারভিউ এর মাধ্যমে আমাদের চাকরি পাওয়া নিশ্চিত হয়। কিন্তু এই ইন্টারভিউ (Interview) রাউন্ড মোটেই সহজ নয়।

এই ইন্টারভিউ রাউন্ডে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে হয়। কোনও ক্ষেত্রে এই প্রশ্নগুলি সাধারণ জ্ঞানের, আবার কোনও ক্ষেত্রে প্রশ্নগুলি বুদ্ধিমত্তার। ইন্টারভিউ রাউন্ডে এমন অনেক প্রশ্ন করা হয় যার উত্তর আমাদের জানা থাকলেও উপস্থিত বুদ্ধির অভাবে আমরা বলতে পারি না। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর সম্বন্ধে আলোচনা করব।

১) প্রশ্নঃ কে পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘণ্টা সময় নেয়?

উত্তর :- ভাবতেই পারেন কচ্ছপ জাতীয় কিছু, কিন্তু না। আসল উত্তর ঘণ্টার কাঁটা।

২) প্রশ্নঃ হলুদ ও নীল রংকে একসঙ্গে মেশালে কোন রং পাওয়া যাবে?

উত্তর:- সবুজ রং।

৩) প্রশ্নঃ ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কোনটি?

উত্তর:- ব্যাডমিন্টন।

৪) প্রশ্নঃ সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্ব কোন বছর অন্তর্ভুক্ত করা হয়?

উত্তর:- অনেকেই বলবেন ১৯৪৯ সালে, কারণ সেই সময়ই সংবিধান কর্যকর হয়ে, কিন্তু সেটি আদল উত্তর নয়। সঠিক উত্তর হলো ১৯৭৬ সালে ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়।

৫) প্রশ্নঃ রাজীব গান্ধীকে কোন সালে হত্যা করা হয়েছিল?

উত্তর:- ১৯৯১ সালের ২১ শে মে।

৬) প্রশ্নঃ মহারানা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল

উত্তর:- চেতক।

interview

৭) প্রশ্নঃ আচ্ছা বলুন কোন দেশ প্রথম আবিষ্কার করে যে, চাঁদে জল আছে

উত্তর: আপনার উত্তর যদি আমেরিকা হয় তাহলে আপনি একেবারেই ভুল, কারণ আসল উত্তর হলো আমাদের নিজেদের দেশ ভারত।

৮) প্রশ্নঃ সামনে থেকে ঈশ্বরের তৈরি, পিছন থেকে মানুষের তৈরি, এমন জিনিসের নাম কী?

উত্তর:-গরুর গাড়ি, কারণ সামনের দিকে থাকে গরু যা ঈশ্বরের তৈরি। আর গরুর সঙ্গে জুড়ে থাকা গাড়ির বাকি অংশটা মানুষের তৈরি।

৯) প্রশ্নঃ কোন প্রাণীর হৃদপিন্ড থাকে তার মাথায়?

উত্তর:- চিংড়ি।

১০) প্রশ্নঃ এমন কোন জিনিস রয়েছে যা সোনার তৈরি কিন্তু স্বর্ণকারের দোকানে পাওয়া যায় না?

উত্তর:- সোনার খাট।

১১) প্রশ্নঃ কোন মাসে একজন মানুষকে সব থেকে কম ঘুমোতে দেখা যায়?

উত্তর:- ফেব্রুয়ারি মাসে, কারণটাও খুবই সহজ। যেহেতু ফেব্রুয়ারি মাস হয় ২৮ দিনের, তাই।

১২) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশটি খাওয়া যায়?

উত্তর:- লেডিস ফিঙ্গার অর্থাৎ ঢেঁড়স।

১৩) প্রশ্নঃ কোন খেলায় যারা পিছিয়ে থাকে তারাই জিতে যায়?

উত্তর:- দড়ি টানাটানি।

১৪) প্রশ্নঃ মেয়েদের এমন কী জিনিস যা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়?

উত্তরঃ চোখের জল

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর