অবিশ্বাস্য! বিনা টিকিটের যাত্রী ধরে এত কোটি আদায় এই টিকিট পরীক্ষকের, অঙ্ক জেনে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন ট্রেনে চেপেই লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে নিশ্চিন্তে পৌঁছে যান। আর সেই কারণেই রেলপথকে দেশের “লাইফলাইন”-ও বলা হয় থাকে। যদিও, ট্রেনে চড়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় প্রতিটি যাত্রীকেই। যার মধ্যে অন্যতম হল টিকিট।

অর্থাৎ, গন্তব্যে পৌঁছনোর জন্য ট্রেনে সফরকালে যাত্রীদের অবশ্যই টিকিট কাটতে হয়। তবে, অনেকেই থাকেন যাঁরা ওই নিয়ম অমান্য করে টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েন। যদিও, টিকিট পরীক্ষকদের সম্মুখীন হয়ে এর জন্য জরিমানাও দিতে হয় তাঁদের। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন টিকিট পরীক্ষকের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি সম্প্রতি এক বিরল নজির তৈরি করেছেন।

এই প্রসঙ্গে প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চেন্নাই ডিভিশনের সাউদার্ন রেলওয়ের ডেপুটি চিফ টিকিট ইন্সপেক্টর এস নন্দ কুমার ২০২২-২৩ অর্থবর্ষে ২৭,৭৮৭ জনের কাছ থেকে ১.৫৫ কোটি টাকার জরিমানা আদায় করেছেন। মূলত, টিকিট না কাটার জন্য এবং বুকিং বহির্ভূত লাগেজের কারণে ওই বিপুল সংখ্যক যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেন তিনি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে ভারতীয় রেলের আর অন্য কোনো টিকিট পরীক্ষক এই পরিমান জরিমানা আদায় করতে পারেন নি। অর্থাৎ, এস নন্দ কুমার এক অভিনব রেকর্ডও তৈরি করেছেন। ইতিমধ্যেই তিনি সাউদার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছ থেকে এই কৃতিত্বের জন্য পুরস্কারও পেয়েছেন।

https://twitter.com/GMSRailway/status/1637033172704837632

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২-২৩ অর্থবর্ষে চেন্নাই ডিভিশনের সাউদার্ন রেলওয়ের চিফ টিকিট ইন্সপেক্টর রোজালিন আরোকিয়া মেরি জরিমানা বাবদ ১.০৩ কোটি টাকা আদায় করেন। এমতাবস্থায়, এর আগে রেলের আর কোনো মহিলা পরীক্ষক এই বিপুল জরিমানা সংগ্রহ করতে পারেননি। এছাড়াও, একটি বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে যে, রেলওয়ে জোনের পেশাদার বাস্কেটবল খেলোয়াড় তথা সিনিয়র টিকিট পরীক্ষক শক্তিভেলও ১.১০ কোটি টাকার জরিমানা আদায় করে “এক কোটি টাকা”-র ক্লাবে ঢুকে পড়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর