এবারের আইলিগে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে ফেডারেশন

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে বিশ্বজুড়ে সবকিছু থমকে রয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন খেলা শুরু হলেও বদল ঘটেছে ফরম্যাটে। এবার করোনা ভাইরাসের কারণে বদলে যেতে পারে ভারতে ফুটবল মরশুম। করোনার কারনে বদলে যেতে চলেছে আই লিগের ফরম্যাটও।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চিন তাদের সুপার লিগে ব্যাপক পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনকে মাথায় রেখেই এবার আই লিগেও বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। আই লিগে অংশগ্রহণকারী দলগুলিকে প্রথমে দুটি ভাগে বিভক্ত করা হবে। তারপর দুটি দল থেকে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার কারী দলগুলিকে নিয়ে সেমিফাইনাল হবে অর্থাৎ নকআউট পর্ব। তারপর যারা সেমিফাইনালে জিতবে তাদেরকে নিয়ে হবে ফাইনাল এবং ফাইনালে জয়ী দলই আই লিগ চ্যাম্পিয়ন হবে।

5bb83ade0d0a018228000001 800x453 1

এই বছর সম্পূর্ণ আই লিগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কলকাতায়। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও বারাসাত এবং কল্যাণী স্টেডিয়াম গুলিকেও আই লিগের ম্যাচের জন্য ব্যবহার করা হবে। আই লিগ নিয়ে আগামী 14 ই আগস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একটি বিশেষ বৈঠকে বসতে চলেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই বৈঠকেই আইলিগ সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর