সামনে এল চলতি বছরের LIC HFL পরীক্ষার অ্যাডমিট কার্ড! এভাবে করুন ডাউনলোড

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে বিনিয়োগকারীদের কাছে একটি বিশ্বস্ত নাম হল LIC (Life Insurance Corporation of India)। বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে আসছেন লক্ষ লক্ষ মানুষ। এমতাবস্থায়, LIC তাদের বিভিন্ন শুন্যপদের ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়াও সম্পন্ন করে। তাই, যেসমস্ত প্রার্থী lichousing.com-এ সহকারী ম্যানেজার পদের জন্য আবেদন করেছিলেন, LIC HFL সেই প্রার্থীদের জন্য আগামী ৮ অক্টোবর ২০২২ (শনিবার) একটি পরীক্ষার আয়োজন করেছে। পাশাপাশি, ইতিমধ্যেই তাঁদের উদ্দেশ্যে LIC অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিট কার্ড এবং LIC AM অ্যাডমিট কার্ডও জারি করা হয়েছে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে, প্রার্থীরা তাঁদের পরীক্ষার স্থান এবং সময়টি জানতে পারবেন। তারপর একটি ফটোকপি এবং আসল ফটো আইডি সহ নির্ধারিত তারিখ এবং সময়ে পরীক্ষার হলে পৌঁছতে হবে প্রার্থীদের।

পরীক্ষার ধরণ: পরীক্ষার ধরণ সম্পর্কে জানাতে গেলে বলতে হয় যে, মোট ২০০ টি প্রশ্ন নিয়ে পরীক্ষাটি সম্পন্ন হবে। যার জন্য সময় বরাদ্দ থাকবে ২ ঘন্টা। ওই প্রশ্নগুলির মধ্যে ইংরেজি থেকে ৫০ টি প্রশ্ন থাকবে। যার জন্য সময় দেওয়া হবে ৩৫ মিনিট। পাশাপাশি, রিজনিং থেকেও ৫০ টি প্রশ্ন করা হবে এবং সেগুলি সমাধানের ক্ষেত্রেও সময় থাকবে ৩৫ মিনিট। এছাড়াও, GK থেকে থাকছে ৫০ টি প্রশ্ন। যেগুলি সমাধান করতে হবে ১৫ মিনিটের মধ্যে। পাশাপাশি, কম্পিটিটিভ অ্যাপ্টিটিউড থেকে থাকবে ৫০ টি প্রশ্ন। যার জন্য সময় বরাদ্দ থাকবে ৩৫ মিনিট।

কিভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
১. অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রার্থীদের প্রথমে LIC HFL-এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ lichousing.com-এ যেতে হবে।
২. এই ওয়েবসাইটের হোমপেজে গেলেই “Career Section”-এর অপশন পাওয়া যাবে। সেটিতে ক্লিক করতে হবে।
৩. এখন সেখানে আপনাকে “RECRUITMENT OF ASSISTANTS & ASSISTANT MANAGERS” লিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে আপনি “To Download Call Letter for Online Examination Click Here”-এর লিঙ্কটি পাবেন। সেটিতে ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
৪. এই পেজে আপনাকে আপনার লগইন বিবরণ লিখতে হবে এবং “Submit” করতে হবে। এরপরেই আপনার অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে প্রদর্শিত হবে।

LIC PTI

পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাকা হবে। তারপরেই পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়ায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বেছে নেওয়া হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর