যারা দুর্নীতি করছে তাদের কোনোভাবেই ছাড়া হবে নাঃ কড়া মুডে মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহের মধ্যেই বাংলার (West bengal) তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) আসন্ন নির্বাচনের জন্য নিজেদের গুটি সাজাচ্ছেন। ২০২১ -এর নির্বাচনের প্রাক্কালে দলীয় নেতাদের পরিস্থিতি এবং তাঁদের করণীয় কাজের বরাত দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দিলেন বেশ কয়েকটি কড়া বার্তাও।

একত্রে কাজ করবার আহ্বান
গোষ্ঠীদ্বন্ধ ভুলে সকলকে একত্রে কাজ করার নির্দেশও দিলেন তিনি। সেই সঙ্গে বললেন, ‘প্রত্যেক বিধায়ককে নিজের বিধানসভায় আসন ধরে রাখতে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সমস্ত রকম করোনা সতর্কীকরণ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলার মানুষকে বোঝাতে হবে কেন্দ্র কি ভাবে তাঁদের বঞ্চিত করছে। বিশেষত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং রেল ও কয়লার বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের পরিকল্পনা মানুষকে জানাতে হবে’।

mamat 2

অবশ্যই মান করতে হবে করোনা সতর্কীকরণ
ঘরে বসে না থেকে রাস্তায় বেরিয়ে মানুষের সমস্যার কথা জানতে বললেন দলীয় নেতাদের। সেই সঙ্গে তিনি বললেন,  ‘বিজেপি নেতারা রাস্তায় বেরিয়ে তো সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। আপনারাও মাঠে নামুন। বিশেষত উত্তরবঙ্গের নেতার সবকিছু ভুলে, মিলিতভাবে এবং গুরুত্ব সহকারে নিজেদের কাজ ভাগ করে নিন। তবে অবশ্যই সামাজিক দূরত্ব অনুসরণ করেই সব প্রচার কার্য করুণ’।

দুর্নীতিগ্রস্থদের দিলেন কড়া বার্তা
এদিন কাজ বুঝিয়ে দেওয়ার পাশাপাশি কড়া বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। স্পষ্ট ভাবে তিনি জানিয়ে দিলেন, ‘এই আমফান পরিস্থিতিতেও যেসকল কর্মীর বিরুদ্ধে ত্রাণ দুর্নীতির অভিযোগ আছে, তাঁদের একদমই ছেড়ে দেওয়া হবে না। এই দুর্নীতি গ্রস্থ নেতাদের যেন কেউ বাঁচাতে না চায়। প্রধান হোক বা পঞ্চায়েত সমিতির সভাপতি, যার বিরুদ্ধেই দুর্নীতি প্রমাণ হবে, তৎক্ষণাৎ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি গ্রস্থ কাউকে দলে রাখব না, প্রয়োজন হলে নতুন নেতা বহাল করা হবে। তবে দুর্নীতির সঙ্গে আর আপোস নয়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর