ওয়েস্ট ইন্ডিজকে হুমকি, T20 বিশ্বকাপে জঙ্গি হামলার হুঁশিয়ারি গেল পাকিস্তান থেকে

বাংলা হান্ট ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দামামা। ইতিমধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন দেশের দল বাছাই-ও প্রায় শেষের মুখে।‌ তবে বাইশ গজে বল গড়ানোর আগে চরম সংবাদ। আসন্ন বিশ্বকাপের আয়োজক দল ওয়েস্ট ইন্ডিজে জঙ্গী হামলার খবরে থরহরিকম্প সব মহল। সূত্রের খবর, একটি পাক জঙ্গি সংগঠন এই হুমকি বার্তা দিয়েছে।

ইতিমধ্যেই কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তা। ইন্টেল জানাচ্ছে, এই হুমকি বার্তাটি এসেছে প্রো ‘প্রো-ইসলামিক স্টেট (দাইশ) এর তরফ থেকে। সম্প্রতি এই বিষয়ে একটা পাক মিডিয়া দাব করেছে, বিশ্বকাপ চলাকালীন নাশকতার ছক কষা হচ্ছে। যে সংবাদমাধ্যম এই খবরটি সামনে এনেছে সেটি চালায় ইসলামিক স্টেট সংগঠন।

এই হুমকির পর স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের। তারা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ICC-র দ্বারস্থ হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে ক্রমাগত আলোচনা চলছে ICC এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। সম্প্রতি এই বিষয়ে আইসিসির এক কর্তা জানিয়েছেন, ‘আইসিসি আয়োজক দেশগুলির সঙ্গে নিরাপত্তা নিয়ে কথাবার্তা বলছে। আমরা এই নিরাপত্তাজনিত হুমকি পাওয়ার পরই আয়োজক কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেছি।’

আরও পড়ুন:‘আমার মধ্যে …’, রামায়ণে সীতা হচ্ছেন কাঁচা বাদাম গার্ল! বড় পর্দায় অভিষেক নিয়ে মুখ খুললেন অঞ্জলি

T20 World Cup

ওদিকে ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, চালা এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে। যথাযথ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে দেশটি। সম্প্রতি এই প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপের সমস্ত দায়িত্ব তাদের। তারা সম্পূর্ণ চেষ্টা করবে সবাইকে নিরাপত্তা দেওয়ার। যেসব হোটেলে ক্রিকেটাররা উঠবে সেখানে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে তার সর্বোচ্চ চেষ্টা করবে দেশটি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর