পশ্চিমবঙ্গের একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা! ধেয়ে আসছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি

বাংলা হান্ট ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলায় আগামী দুই দিন বজ্রঝড় সহ শিলাবৃষ্টি এবং ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে পশ্চিমাঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তার জেরে এবং আর্দ্রতার বৃদ্ধির ফলে আজ থেকে শনিবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে। মারাত্মক দুর্যোগের আশঙ্কা করেই জেলাগুলির জন্য হলুদ সতর্কর্তা জারি করেছে নবান্ন।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৯০%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৭%

কলকাতার আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় কোনও জায়গায়। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।

1606857649 02metsks weather2 5col Copy

উত্তরবঙ্গের আবহাওয়া : দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। এই অবস্থা চলবে ২ এপ্রিল রবিবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : অপরদিকে, দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতি বজায় থাকবে শনিবার পুরো দিন। রবিবার সকাল থেকেই আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে।

আগামীকালের আবহাওয়া : চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ভাবে হতে পারে ঝড়-বৃষ্টি। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।‌ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর , হাওড়া, হুগলি দক্ষিণ ২৪ পরগনা , উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম‌, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এ ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর