টিকিট না কেটেই ট্রেনে উঠছেন? যাত্রীদের চেতনা ফেরাতে, নতুন রূপে আসছে ‘চেতনা’

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে স্বাভাবিক ট্রেন চলাচল বন্ধ থাকলেও, চলছে বেশ কয়েকটি স্টাফ স্পেশ্যাল ট্রেন (train)। যেখানে ভিড়ের পরিমাণও বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার দেখা যাচ্ছে, এই স্পেশ্যাল ট্রেনেই অনেকে টিকিট (ticket) ছাড়াই উঠে পড়ছেন ট্রেন।

তাই এবারে যাত্রীদের ‘চেতনা’ ফেরাতে নতুন রূপে আসছে রেলের টিকিট চেকিং ট্রেন। সঙ্গে থাকছে ব্রেকডাউন কার-ও। এই অতিমারির পূর্বে স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচলের সময়, মাঝে মধ্যেই বিভিন্ন স্টেশনে দেখা যেত রেলের টিকিট চেকিং ট্রেন চেতনা। যা দেখে মাঝে মধ্যেই হুড়োহুড়ি পড়ে যেত যাত্রীদের মধ্যে। ভাগ্যের জোরে কেউ বেঁচে গেলেও, যদি বিনা টিকিটে যাত্রী ধরা পড়তেন, তাহলেই তাঁকে দিতে হত মোটা অঙ্কের জরিমানা।

1628944069 chetana 2

তবে করোনা আবহে যখন স্বাভাবিক ট্রেন চলাচলই বন্ধ রয়েছে, তখন আর চেতনার খুব একটা প্রয়োজন বলে মনে করেনি রেল কর্তৃপক্ষ। তবে এখন যখন সব স্বাভাবিকের দিকে এগোচ্ছে, আর স্পেশ্যাল ট্রেনেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সেই সময় আবারও নতুন রূপে সেজে নিয়েছে চেতনা। ফিরছে আবারও নিজের পুরনো ছন্দে।

এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘শিয়ালদহ ডিভিশনের একটি অভিনব ভাবনা এই নবরূপে চেতনা। এই ব্যবস্থা, এখানেই প্রথম। দেশের কোথাও এমনটা চালু হয়নি। টিকিটের চেকিং থেকে শুরু করে, লাইনে কোথাও ব্রেকডাউন হলে- সবকিছুই সারানোর ব্যবস্থা থাকছে এই চেতনায়। আবার এই ট্রেন ব্যাটারি এবং ইলেকট্রিক, দুই উপায়েই চালানো যাবে’। এখানেই শেষ নয় ট্রেনের কামরায় আবার বিপ্লবী এবং মনীষীদের ছবিও আঁকা থাকছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর