হাসপাতালের ফর্ম পূরণ করতে করতেই চলে গেল সময়, প্রাণ হারাল সদ্যজাতঃ ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি বিহারের (Bihar) এক হাসপাতালের অমানবিকতার ভিডিও ভাইরাল (Vairal video) হয়েছে স্যোশাল মিডিয়ায়। যা দেখে নিন্দায় সরব হয়ে নেটজনতারা। প্রত্যেক বাবা মায়ের কাছে তাঁর সন্তানের থেকে দামী জিনিস বোধ হয় পৃথিবীতে আর কিছু নেই। সন্তানের মঙ্গলের জন্য তাঁর বাবা মা সবকিছুই করতে পারে। কিন্তু সেই সন্তানই যখন আর পৃথিবীতে থাকে না, তখন বাবা মায়ের সব স্বপ্ন মিথ্যে হয়ে যায়।

সম্প্রতি বিহারের বক্সারের একটি ঘটনায় সকলের চোখে জল চলে আসে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই, ক্ষোভে ফেটে পড়ে নেটজনতা। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বানী কুমার চৌবেয়ের সংসদীয় এলাকার এই ঘটনা।

chjlkdfjld

ফিরিয়ে দেয় হাসপাতাল
গত ২৩ শে জুলাই রাজপুরের সখুয়ানা গ্রামের বাসিন্দা সুমন কুমার তার গর্ভবতী স্ত্রীকে প্রসবের জন্য বক্সার সদর হাসপাতালে (Buxar Sadar Hospital) নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁর স্ত্রীর প্রসব করাতে অস্বীকার করে। নিরুপায় হয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে তৎক্ষণাৎ একটি বেসরকারি হাসপাতালে যান সুমন কুমার। সেখানেই তাঁর সন্তানের জন্ম হয়।

শারীরিক অসুস্থাতা দেখা দেয় শিশুটির
জন্মের পর শারীরিক অসুবিধা দেখা দিতে থাকে শিশুটির। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। অসহায় দম্পতি একটি ট্রেতে করে নবজাতক শিশুটিকে নিয়ে এবং সুমন কুমার কাঁধে অস্কিজেন সিলিণ্ডার নিয়ে প্রায় ১৮ কিমি পথ অতিক্রম করে হাসপাতাল পৌঁছায়।

প্রাণ হারায় সদ্যজাত
হাসপাতালে পৌঁছে সমস্তরকম ফর্ম ফিলাপ, নিয়ম কানুন সারতেই দেড় ঘণ্টা সময় লেগে যায়। কিন্তু ততক্ষণে বিনা চিকিৎসায় আর নিজের প্রাণকে আটকে রাখতে পারেনি সদ্যজাত শিশুটি। সেখানেই মারা যায় শিশুটি। এই অমানবিক আচরণের পরও থেমে থাকেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের বাড়ি পোঁছানোর জন্য কোন রকম গাড়ির ব্যবস্থা পর্যন্ত করে দেয়নি তারা। হাসপাতালে উপস্থিত এক ব্যক্তি এই ঘটনার ভিডিও করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করায় নড়েচড়ে বসেছে জেলা ম্যাজিস্ট্রেট আমান সরিন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর