সুযোগ পেলে সেরাটা দেবো, দিল্লি ক্যাপিটালসের সদস্য হয়ে মন্তব্য বিশ্বজয়ী বঙ্গ পেসার তিতাসের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যখন তিনি ম্যাচের সেরা হয়েছিলেন, তখনই সকলে প্রত্যাশা করছিলেন যে তার মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (WPL) দল পেতে অসুবিধা হবে না। ঠিক তেমনটাই হল তিতাস সাঁধুর (Titas Sadhu) সাথে। অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের অনেক ক্রিকেটারই দল পাননি। কিন্তু তেমনটা হয়নি হুগলির পেসারের সাথে। প্রথম মহিলা আইপিএলে তিতাস দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন।

তাকে তার বেস প্রাইস ১০ লক্ষের বদলে লড়াই করে ২৫ লক্ষ টাকা খরচ করে তবেই পেয়েছে দিল্লির ফ্র‍্যাঞ্চাইজিটি। সেই দলে তার অনূর্ধ্ব ১৯ মহিলা দলের অধিনায়ক শেফালী ভার্মাকেও পাচ্ছেন তিতাস। সেই দলে আছেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। এছাড়া পুনম যাদব, জেমিমা রদ্রিগেজ, রাধা যাদবের মত একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারবেন তিনি। এতে তার উন্নতি হবে।

তিতাস নিজেও আশাবাদী ছিলেন মহিলা আইপিএলে দল পাওয়ার ব্যাপারে। মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুই উইকেটে নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন তিতাস। এমন পারফরম্যান্স যে ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়বে তেমনটাই স্বাভাবিক। তবে তিনি নিয়মিতভাবে প্রথম একাদশে জায়গা পাবেন কিনা, সেই নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে।

titas team india

তিতাস নিজে জানতেন যে দল পাবেন, হুগলিতে নিজের বাড়িতে ফেরার পরেই একটি সাক্ষাৎকারে সেই বিষয়ে আত্মবিশ্বাসী দেখিয়েছিল তাকে। দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেওয়ার পর তিনি বলেছেন যে যখনই মাঠে নামার সুযোগ পাবেন তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। সব সময় শেখার চেষ্টা করবেন এমনটাও জানিয়েছেন এই বঙ্গ পেসার।

তিতাস মহিলা আইপিএলের সুযোগ পাওয়ার পর বলেছেন, “একটা বড় দলে খেলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এবার অনুশীলনে নিজের সেরাটা দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করার সময়। দলে তারকা ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি অনেক অভিজ্ঞ বিদেশে ক্রিকেটাররাও রয়েছেন। কিন্তু আমি যদি সুযোগ পাই মাঠে নামার তাহলে নিজের সেরাটাই দেব।”

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অপর সঙ্গী হৃষিতা বসু অবিক্রিত থেকেছেন। কিন্তু দল পেয়েছেন রিচা ঘোষ। বাঙালি ক্রিকেটারদের মধ্যেই তিনি সবচেয়ে বেশি দামি ক্রিকেটার হয়েছেন। ১ কোটি ৯০ লক্ষ টাকার বিনিময়ে তিনি আরসিবি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। সেখানে তার সঙ্গী হয়েছে স্মৃতি মান্ধানা, এলিসা পেরির মতো তারকারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর