আরো বড় বিপদে টিকটক, ফোন নম্বর ও ব্যাক্তিগত তথ্য চুরির দায়ে বিরাট আর্থিক জরিমানা করল কোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ সামাজিক মাধ্যম টিকটকের (tiktok) বিরুদ্ধে ব্যাক্তিগত তথ্য চুরির অভিযোগ বহুদিনের। এবার সেই ব্যাক্তিগত তথ্য চুরির দায়ে নিজের দেশ চীনের (china) আদালতে দোষী প্রমানিত হল সংস্থাটি। বেজিং এর এক আদালত এই চীনা সংস্থাকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেছে। একই অভিযোগ আরেক চীনা সংস্থা উইচ্যাটের বিরুদ্ধেও। আদালত তাকেও জরিমানা করেছে।

tiktok

জানা যাচ্ছে,  লিং পদবীর এক ব্যক্তির সংরক্ষিত ফোন নম্বর ও ব্যক্তিগত সম্পর্কের তথ্য নিয়ম বহির্ভুত ভাবে চুরি করে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক।  দোষী প্রমানিত হওয়ায় সংস্থাকে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে কোর্ট।

প্রায় একই অভিযোগ উইচ্যাট এর বিরুদ্ধেও। হুয়াং পদবীর এক ব্যক্তির ব্যক্তিগত তথ্য ও কন্ট্যাক্ট লিস্টের ক্ষেত্রে বিধিভঙ্গের অভিযোগ।ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ এর পাশাপাশি দিতে বলা হয়েছে মুচলেকাও। কোনো সংস্থার তরফেই এখনো রায়ের বিরুদ্ধে কোনো আপীল করা হয় নি।আদালতের তরফ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে গ্রাহকের গোপনীয়তা সম্পর্কে যেন আরো সচেতন হয় সংস্থাগুলি।

প্রসঙ্গত,  গত ২৯ জানুয়ারি চিনা অ্যাপে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তথ্যপ্রযুক্তি আইনের 69 ধারা ব্যবহার করে এই অ্যাপ গুলিতে নিষিদ্ধ করা হয় এবং সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপদজনক এই চিনা অ্যাপগুলি। তখন এই অভিযোগ অস্বীকার করলেও নিজের দেশে এই জরিমানা টিকটকের ভনিষ্যতের মুখে আরো একবার প্রশ্ন চিহ্ন তুলে দিল।

সম্পর্কিত খবর