পঞ্চায়েতের আগে মহা বিপাকে তৃণমূল! জাতীয় পতাকা অবমাননার জেরে হাইকোর্টে দায়ের মামলা

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) হাতে বাকি দিন দুই। তবে ২৩ গ্রাম বাংলার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বঙ্গ জুড়ে হাজারো কাণ্ড। অশান্তির ঘটনা ঘটছে রাজ্যের একাধিক জায়গায়। যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। এই আবহেই এবার শাসক দল তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধেই উঠল জাতীয় পতাকা অবমাননার অভিযোগ।

ঘটনার জেরে ভোটের ঠিক ৪৮ ঘন্টা আগে হাইকোর্টে (High Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া (Uluberia) উত্তর বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বানীবন গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের ২১৭ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী (TMC Candidate) দীপা প্রামাণিক। সেই প্রার্থীর সমর্থনেই তার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় তৃণমূলের পতাকা, ব্যানার ফ্লেক্স লাগানো হয়েছে।

ভোটের প্রচারে এসব লাগানো হবে সেটাই স্বাভাবিক। তবে বিপত্তি অন্য জায়গায়। অভিযোগ, সেই ভিড়ে একটা জাতীয় পতাকার আদলে একটি ফেস্টুন লাগানো হয়েছে। দেখা যাচ্ছে, সেই পতাকার সাদা রঙের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, রয়েছে সেই তৃণমূল প্রার্থী দীপা প্রামাণিকের ছবি, রয়েছে অশোক চক্রের পাশে আঁকা তৃণমূলের দলীয় প্রতীক।

আর সেই ফেস্টুন চোখে আসতেই শুরু জোর তরজা। প্রথমে সোমবার বিষয়টি নজরে আসে এলাকাবাসীদের। পরে শোরগোল শুরু হলেই ওই জাতীয় পতাকা খুলে নেওয়া হয়। তবে তাতেও মেটেনি সমস্যা।

flag

এই ঘটনার জেরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়েছে। বৃহস্পতিবারই এই মামলার শুনানির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর