ভোটের দিনই অসুস্থ হয়ে পড়লেন মদন মিত্র, ভর্তি করা হতে পারে হাসপাতালে

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে ভোট পঞ্চমীর সকালেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন মদন মিত্র। কামারহাটির (Kamarhati) এই তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাঁধা দেওয়ায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গর্জে উঠেছিলেন তিনি। তাঁকে কেন্দ্রীয় বাহিনী সার্চ করা প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানিয়ে ছিলেন, ‘কোনও মাইকা লাল তাকে আটকাতে পারবে না’। যদিও তারপর থেকে গোটা দিনটাই কামারহাটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ হয়।

তদুপরি বিকেলের দিকে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের (Raju Banerjee) উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। গেরুয়া শিবিরের (BJP) অভিযোগ, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেলঘড়িয়া ব্রিজের উপর বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ করে ইট বৃষ্টি শুরু করে’। তাতে রাজু বন্দোপাধ্যায়ের গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যাওয়ার পাশাপাশি তিনি ডান হাতে চোট পান বলে জানা যায়। যদিও তৃণমূলের (TMC) তরফে গোটা অভিযোগ অস্বীকার করা হয়।

Bengal Polls LIVE UPDATE: TMC candidate Madan Mitra suffering from breathing trouble| Sangbad Pratidin

সংবাদমাধ্যমকে রাজু বন্দ্যোপাধ্যায় জানান, ‘সকাল থেকেই কামারহাটির ভোটে অশান্তি ছড়াচ্ছেন মদন মিত্র।’ তাঁর দাবি বহিরাগতদের এনে এলাকায় হামলা চালানো হচ্ছে। বিজেপি প্রার্থীর ইঙ্গিত, তাঁর উপর হামলার পিছনে কামারহাটি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের (Madan Mitra) হাত রয়েছে। যদিও অভিযোগ একেবারেই উড়িয়ে দেয় শাসকদল।

এমনই টালবাহানার মধ্যে হটাৎ সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। শ্বাসকষ্টের কারণে তাঁকে অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়েছে। কামারহাটি কেন্দ্রের একটি দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। চিকিৎসককে ডাকার পাশাপাশি, সেখানে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও। প্রয়োজনে নিয়ে যাওয়া হতে পারে হাসপাতালে। জানা যাচ্ছে, বয়সজনিত কারণ এবং প্রচণ্ড গরমেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও দলীয় কর্মীরা জানাচ্ছেন আপাতত মদন মিত্রের অবস্থা স্থিতিশীল রয়েছে।

সম্পর্কিত খবর