আগরতলায় খেলা শুরু তৃণমূলের, ‘জিতবে ত্রিপুরা’ জার্সি পরে মাঠে মমতার সৈনিকরা

বাংলাহান্ট ডেস্কঃ পরনে সাদা-কালো জার্সি, তাতে লেখা ‘জিতবে ত্রিপুরা’। আর এভাবেই সোমবার সকালে ফুটবল খেলার মধ্যে দিয়ে ‘খেলা হবে’ দিবস (khela hobe diwas) পালনে মাতলেন ত্রিপুরার তৃণমূল কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী বিল্পব দেবের রাজ্যেই, খেলার মাঠে আত্মবিশ্বাসের সুরে রীতিমত দাপিয়ে বেড়িয়ে ‘খেলা হবে’ দিবস পালন করলেন তৃণমূল পন্থীরা।

ত্রিপুরায় পা রেখেই হামলার মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে আক্রান্ত হয়েছিলেন যুবনেতৃত্ব দেবাংশু, জয়া, সুদীপরা। একমনি গ্রেফতারও হতে হয়েছিল তাঁদের। এরপর গত সপ্তাহেই সেখানে আবারও আক্রান্ত হয় তৃণমূল। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ক্ষোভের মুখে পড়েন দোলা সেন, অপরূপা পোদ্দাররা। এতকিছুর পরও সেই ত্রিপুরার মাটিতে ‘খেলা হবে’ দিবস পালন করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্য অটুট রাখল তৃণমূল।

tripura Tmc 1 1

গোটা দেশে তৃণমূলের মহিমা প্রচারের আশায় বুক বেঁধেছে সবুজ শিবির। সেই কারণে বাংলার বাইরে ত্রিপুরা, গুজরাট এবং উত্তরপ্রদেশেও এই ‘খেলা হবে’ দিবস পালনের টার্গেট ছিল তৃণমূলের। কিন্তু গুজরাট এবং উত্তরপ্রদেশ প্রশাসন শেষ মুহূর্তে সম্মতি না দেওয়ায়, এই দুই জায়গায় ‘খেলা হবে’ দিবস পালন করতে বাঁধা পায় তৃণমূল।

তবে গুজরাট ও উত্তরপ্রদেশে বাঁধা পেলেও, ত্রিপুরায় ‘খেলা হবে’ দিবস পালন করতে মরিয়া হয়ে ওঠে ঘাসফুল শিবির। হাজারো বাঁধা নিষেধ এড়িয়ে সোমবার সকালেই আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে (আস্তাবল ময়দান) নেমে পড়লেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনরা। সাদা-কালো জার্সিতে লেখা ‘জিতবে ত্রিপুরা’, এই নতুন জার্সি পড়েই মাঠে নেমে ফুটবলে শট দিলেন মমতার সৈনিকরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর