আপের বঙ্গ আগমণ না পসন্দ তৃনমূলের, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাংলাহান্ট ডেস্ক : আজই কলকাতায় ‘পদার্পণ’ করবে আম আদমি পার্টি। রীতিমতো মিছিল করেই বাংলার খুঁটি গাড়ার পথে তারা। এদিকে তার আগেই আম আদমি পার্টির বিরুদ্ধে উলটো সুর গাইতে দেখা গেল তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।

শনিবার তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে অত্যন্ত সতর্ক ভাবেই তিনি এড়িয়ে যান আম আদমি পার্টির নাম। বরং কংগ্রেসকে ঠুকে এদিন তিনি বলেন, ‘কংগ্রেসের যে আর লড়াই করার ক্ষমতা নেই তা তো প্রমাণ হয়েছে। আর বিজেপিকে রুখতে যে একমাত্র ভরসা মমতাই তাও প্রমাণ হয়েছে একুশের বিধানসভা নির্বাচনে। এখন সব আঞ্চলিক রাজনৈতিক দলের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁকে বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য শক্তি যোগানো।’

তাঁর এহেন বক্তব্যের বিরোধীতা অবশ্য করা হয়েছে আম আদমি পার্টির তরফে। এই প্রসঙ্গে আপের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সঞ্জয় বসুর দাবি, ‘উনি ওঁর দলের কথা বলেছেন। আমরা আমাদের দলের কথা বলব। মানুষ গ্রহণ করলে আমরা বাংলায় থাকব। না গ্রহণ করলে থাকব না। পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির বিরুদ্ধে মাত্র ৪৮% ভোটই পেয়েছিল তৃণমূল। আমরা পাঞ্জাবে পেয়েছি ৫১% ভোট। তাই একথা মনে রাখা উচিত যে বাংলার অধিকাংশ মানুষই তৃণমূলের বিপক্ষে।’

পাঞ্জাব দখলের পরই এবার বাংলার দিকে পা বাড়িয়েছে আপ। এমনকি বিরোধী শিবিরের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও দেখা হচ্ছে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। ইতিমধ্যেই বাংলার সক্রিয়তাও দেখাতে শুরু করেছে দিল্লি এবং পাঞ্জাবের শাসকদল। শুক্রবার পেশ হওয়া বাজেটের সমালোচনা করে শনিবারই বিবৃতি দেয় আপ। সেখানে মমতার সরকারকে ঋণে জর্জরিত বলেই কটাক্ষ করা হয়েছে। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে শিক্ষা এবং সমাজকল্যাণ খাতের বাজেট নিয়েও।

এতদিন অবধি কেজরিওয়ালের সঙ্গে বহুবার হাতে হাত মিলিয়ে মোদী বিরোধীতার মঞ্চে অবতীর্ণ হয়েছেন মমতা। অরবিন্দের প্রশংসাও বহুবার করতে দেখা গেছে তাঁকে। কিন্তু এদিন ফিরহাদের বক্তব্যে একথা স্পষ্ট আপের বিনা নিমন্ত্রনে এই ‘ঘরে ঢুকে আসা’ মোটেই পছন্দ হয়নি তৃণমূলের। তবে রাজ্য রাজনীতিতে কি সত্যিই ‘বিকল্প’ হয়ে উঠবে আম আদমি পার্টি, উঠছে সেই প্রশ্নই।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর