সন্দেশখালির ছায়া শান্তিপুরে! ফের TMC নেতাদের অত্যাচারের শিকার গ্রামের মহিলারা! তোপ অমিত মালব্যর

বাংলা হান্ট ডেস্কঃ বছরের গোড়াতেই লাঠি-ঝাঁটা হাতে পথে নেমেছিলেন সন্দেশখালির মহিলারা। নারী নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ, স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আনা হয়েছিল একগুচ্ছ অভিযোগ। সন্দেশখালি কাণ্ডের কয়েক মাসের মাথায় উত্তপ্ত হয়ে উঠল শান্তিপুর। এবারও তৃণমূল নেতাদের বিরুদ্ধেই অত্যাচারের অভিযোগ এনেছেন মহিলারা। ভিডিও শেয়ার করে সরব হয়েছেন বিজেপি (BJP) নেতা অমিত মালব্য (Amit Malviya)।

মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন শান্তিপুরের (Santipur) মহিলারা। একজন মহিলা বলেন, ‘জানলা যদি খোলা থাকে, আমরা কেমনভাবে শুয়ে থাকি সেটার ছবি তুলে ওঁরা ছেড়ে দেয়’।

দ্বিতীয়জনের অভিযোগ, রোজ মদ্যপ অবস্থায় ওঁরা এঘরে-ওঘরে খোঁচা মারে। বিশেষত যে দিনগুলোয় বাড়ির পুরুষরা কাজের জন্য বাইরে যায়, সেদিন এই ঘটনাগুলো ঘটানো হয়। ওই মহিলা জানান, থানা-পুলিশ করেও কোনও কাজ দেয়নি। উল্টে অভিযুক্তরা নাকি বলেন, থানা-পুলিশ আমাদের কেনা আছে। তোরা কী করবি? মহিলাদের উত্যক্ত করা এই ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানান স্থানীয় এক ব্যক্তি।

আরও পড়ুনঃ পার্থ, কুন্তল অতীত! এবার TMC-র কোন কোন নেতারা জেলে ঢুকবে? জানালেন শুভেন্দু

এই ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে একহাত নিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, ‘আজ, মহিলাদের জন্য সবচেয়ে কম বিপজ্জনক একটি জায়গা হল বাংলা। আর এর কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সন্দেশখালির সেই ভয়ানক ঘটনার ছায়া এখন শান্তিপুরে এসে পৌঁছেছে’।

অমিত লিখেছেন, স্থানীয় তৃণমূল গুন্ডাদের দ্বারা ফের একবার মহিলাদের মর্যাদার ওপর আঘাত করা হচ্ছে। তাঁদের অশোভন ছবি তোলা হচ্ছে, শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলকে একহাত নেওয়ার পাশাপাশি রাজ্য পুলিশকেও নিশানা করেন বিজেপি নেতা। তৃণমূল নেতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পুলিশকে একহাত নেন তিনি।

mamata banerjee amit malviya

অমিত লেখেন, ‘শান্তিপুরের মহিলাদের এই দুরবস্থার কথা যাতে সকলে জানতে পারে এবং যাতে তাঁরা ন্যায়বিচার পায় সেটা সুনিশ্চিত করতে এগিয়ে এসেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অত্যাচারীদের রক্ষা করাটাই আশা করবেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর