গোয়ায় বিজেপিকে সাহায্য করছে তৃণমূল, ওড়াচ্ছে টাকাও! গুরুতর অভিযোগ বন্ধু শিবসেনার

বাংলাহানয় ডেস্কঃ গোয়া (goa) ইস্যুতে এবার তৃণমূলকে আক্রমণ করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। কিছুদিন আগে জাতীয়স্তরে যে দলের সঙ্গে জোট করা নিয়ে নেত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, আজ সেই দলকেই কোণঠাসা করলেন সঞ্জয় রাউত। দলীয় মুখপাত্রে কটাক্ষ করলেন তৃণমূলকে।

কিছুদিন আগেই তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে জাতীয়স্তরে জোট গঠন করা নিয়ে বৈঠক করেছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। কিন্তু এখন দলীয় মুখপাত্র সামনাতে তিনি দাবি করছেন, গোয়াতে ভোটারদের প্রভাবিত করার জন্য এবং প্রতিষ্ঠিত নেতাদের নিজেদের দলে টানার জন্য টাকা ওড়াচ্ছে আম আদমি পার্টি এবং তৃণমূল।

4f9g0es sanjay raut pti

এবিষয়ে সঞ্জয় রাউত বলেন, গোয়াতে কংগ্রেসকে শেষ করে দেওয়ার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানের সঙ্গে ঠিক খাপ খায় না।এটা বিজেপি হলে করতে পারত, কিন্তু যিনি শাসকের বিরুদ্ধে লড়ছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এসব মানায় না। এসবের ফলে অর্থাৎ তৃণমূলের এই আচরণের ফলে, আখেরে বিজেপিই লাভবান হচ্ছে। মানুষজনের মতে, শাসকদলের পক্ষে ক্ষমতায় ফেরা প্রায় অসম্ভব। তবে বিজেপিকে জায়গা করে দিচ্ছে তৃণমূলই।

তিনি আরও বলেন, ১৭ থেকে ২-এ এসে দাঁড়িয়েছে গোয়ার কংগ্রেস। এমন কোন শক্তিশালী নেতা নেই, যিনি নেতৃত্ব দেবেন। রাজ্যস্তরের এই ভোটে জাতীয়স্তর থেকেও নজর না দেওয়ার কারণে, তৃণমূল ও আপ এখন ভূমিপুত্রদের উন্নতির কথা বলছে। দুদলই খ্রীষ্টানদের দিকে তাকিয়ে থাকলেও, তাঁরা কংগ্রেসকেই চাইছে। সেই কারণে এমন অনেকেই রয়েছেন যারা, টিকিট না পাওয়ায় কংগ্রেসে ফিরছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর