নাগাল্যান্ডে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল, নিহতদের বাড়ি যাবেন প্রসূন-সুস্মিতারা

বাংলাহান্ট ডেস্কঃ নাগাল্যান্ডের (Nagaland) ঘটনায় মৃত সাধারণ নাগরিকদের পাশে দাঁড়াতে সেখানে বাংলা থেকে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল (tmc)। সেই দলে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সাংসদ শান্তনু সেন, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাংসদ অপরূপা পোদ্দার এবং তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেবও। সেখানে গিয়ে তাঁরা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।

নাগাল্যান্ডের ঘটনায় গর্জে উঠে তীব্র নিন্দা জানায় তৃণমূল বাহিনী। নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর সঠিক বিচারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানায়, ‘নাগাল্যান্ডের মনের ওটিঙে হৃদয়বিদারক ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সমবেদনা জানাতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল সোমবার যাবে সেখানে’।

nagaland fire

বিষয়টা হল, সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। আর সেই সময় নিরপত্তারক্ষীদের বিরুদ্ধে উঠেছিল কিছু নিরীহ মানুষের উপর গুলি চালানোর অভিযোগ। ঘটনার জেরে উত্তপ্ত নাগাল্যান্ড। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নেইফু রিও (Neiphiu Rio)।

সূত্রের খবর, নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে শনিবার রাত্রে সন্ত্রাস দমন অভিযানে নেমেছিলেন নিরাপত্তারক্ষীরা। আর সেইসময়ই ঘটে যায় কিছু অপ্রিয় ঘটনা। অভিযোগ উঠেছে, সেই সময় খনির কাজ সেরে ফিরে আসা দিনমজুরদের পিক আপ ভ্যানে গুলি চালায় কমান্ডোরা। যার জেরেই ১৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। আর এই ঘটনা নিয়েই তোলপাড় শুরু হয়ে যায়।

ঘটনায় শোকপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে লেখেন, ‘নাগাল্যান্ডের ওটিং-এ দুর্ভাগ্যজনক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ঘটনায় মৃতদের ন্যায়বিচার দেওয়ার জন্য একটি উচ্চ স্তরের এসআইটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর