‘দেখব কত বড় বাপের বেটা’, শুভেন্দুর জন্ম নিয়ে CBI তদন্তের দাবি তুলে চরম কটাক্ষ তৃণমূল নেতার

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে প্রাথমিক টেট, গরু পাচার থেকে কয়লা পাচারের মতো একের পর এক দুর্নীতি মামলায় সিবিআই (CBI) তদন্ত করে চলেছে। এ সকল মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বহু তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা মন্ত্রীরা। আর এর মাঝেই এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্ম নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলে দিলেন কাঁথির (Kanthi) ডাকাবুকো তৃণমূল নেতা প্রদীপ গায়েন (Pradip Gayen)। তাঁর এহেন মন্তব্যের ফলে মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই শুভেন্দু বনাম শাসক দ্বন্দ্বে সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। কখনো নিজের পুরনো দলের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন বিজেপি নেতা, আবার অপরদিকে শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাতে থাকে ঘাসফুল শিবির। এর মাঝেই কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ গায়েনের মন্তব্য ইতিমধ্যে চাঞ্চল্যর সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার জবাব দিতে গিয়ে এদিন প্রদীপ গায়েন বলেন, “মানুষের চরিত্র নিয়ে ও কথা বলছে। মাঝেমধ্যে বাপ-মা তুলে বিতর্কিত মন্তব্য করছে। আমার মনে হয়, ওর জন্ম নিয়ে এবার সিবিআই তদন্ত করা উচিত। দেখব, কত বড় বাপের বেটা।”

এরপরেই তিনি বলেন, “বাপের বেটা হলে নন্দীগ্রামে পুনর্গণনা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যে মামলা করেছিলেন, তার বিরুদ্ধে কেন সুপ্রিম কোর্টে গেলেন? ও যদি শিশির অধিকারীর সন্তান হয়, তবে পুনর্গণনাতে রাজি হোক। দেখব, কত বড় বাপের বেটা।”

Untitled design 2022 07 01T145148.999

সম্প্রতি, বিজেপির নবান্ন অভিযানের দিন দ্বিতীয় হুগলী সেতুর আগে আটক করা হয় শুভেন্দু অধিকারীকে। সেই সময় এক মহিলা পুলিশ কর্মী তাঁকে ধরতে এলে শুভেন্দু বলেন, “ডোন্ট টাচ মাই বডি। আপনি মহিলা, আমি পুরুষ।” পরবর্তীতে এই সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে একের পর এক কটাক্ষ ছুড়ে দেয় তৃণমূল কংগ্রেস। এদিন সেই সূত্র ধরে প্রদীপবাবু বলেন, “শুভেন্দু অধিকারী হোমোসেক্স, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। গুজরাটে ওর হাজার হাজার কোটি টাকা রয়েছে। এবার ওর জন্ম নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর