আগুন ঝরানো বক্তৃতা দিলেন ঐশী ঘোষ, মুগ্ধ হয়ে হাতে ফুলের তোড়া তুলে দিলেন তৃণমূল নেতা

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের বিরুদ্ধে কামান দাগার পরও অভিভূত হলেন শাসক দলের নেতা। ঐশী ঘোষের (oishee ghosh) হাতে তুলে দিলেন ফুলের তোড়া। হ্যাঁ, সেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের বক্তৃতা শুনেই তাঁর হাতে ফুলে তোড়া তুলে দিলেন জলপাইগুড়ি জেলা পারিষদের তৃণমূলের সহসভাধিপতি দুলাল দেবনাথ।

বর্তমানে SFI-র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচী, সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। সেইমতই মঙ্গলবার জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন SFI-র প্রাক্তন রাজ্য সভাপতি মধুজা সেন রায় এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ।

Aishe Ghosh

মঞ্চে দাঁড়িয়েই আগুন ঝরালেন ঐশী ঘোষ। কেন্দ্র সরকারের শিক্ষানীতি থেকে শুরু করে রাজ্য সরকারের দুয়ার দুয়ারে সরকার প্রকল্প- সবকিছু নিয়েই কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধীদের। ঐশীর গলায় শোনা গেল, ‘আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হওয়ায় আমি জানি সে নির্বাচিত সরকার সবসময় মানুষের পাশে, প্রয়োজনে থাকে। কিন্তু দেখুন রাজ্য সরকার এখন এই সময়ে এসে দুয়ারে দুয়ারে ক্যাম্পেইন করছে। তার মানে এটা স্পষ্ট যে, তারা এতদিন ধরে মানুষের পাশে ছিল না। তবে দেখবেন বাম সরকার কিছু সবসময় মানুষের পাশে ছিল। তাই বলব আসন্ন নির্বাচনে বামেদের অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনারা ভোট দেবেন’।

তৃণমূল জেলা দফতরের উল্টদিকে SFI-র আয়োজিত মঞ্চ থেকে নিজের আগুন ঝড়ানো বক্তৃতা শেষ করে ঐশী নিজের গাড়িতে উঠে যান। এমন সময় সবুজ পাঞ্জাবি পড়ে সেখানে ফুলের তোরা নিয়ে উপস্থিত হন জলপাইগুড়ি জেলা পারিষদের তৃণমূলের সহসভাধিপতি দুলাল দেবনাথ। ঐশীকে অভিনন্দন জানিয়ে ফুলে তোড়া তাঁর হাতে তুলে দিয়ে তিনি বলেন, ‘বড্ড ভালো বক্তৃতা দেয় মেয়েটি। আমি ওঁর উজ্জ্বল রাজনৈতিক জীবনে শুভেচ্ছা জানাচ্ছি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর