‘না নর, না নারী,’ প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে ব্যাঙ্গাত্মক কবিতা! বিপাকে তৃণমূল নেতা কীর্তি আজাদ

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে তির্যক মন্তব্যের জের! বিপাকে তৃণমূল নেতা তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদ (kirti azad)। ঘটনার সূত্রপাত মেঘালয়ে (Meghalaya)। সম্প্রতি পাহাড়ের রাজ্যে গিয়ে একটি ঐতিহ্যবাহী খাসি পোশাক পরেছিলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই পোশাক নিয়ে মোদীকে কটাক্ষ করতে অনলাইন বাজারে একই রকম দেখতে একটি পোশাক পরিহিত মহিলার ছবি টুইট করে তির্যক মন্তব্য করেন কীর্তি আজাদ। এরপরেই নড়েচড়ে বসে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, নিজের পোশাক নিয়ে সর্বদাই চর্চিত প্রধানমন্ত্রী। বরাবরই তাঁকে দেখা গেছে যে জায়গায় যান, সেখানের পোশাক পরে সেই আদব-কায়দায় মেতে ওঠেন তিঁনি। সেভাবেই এবার মেঘালয়ের পোশাক পরিধান করেছিলেন প্রধানমন্ত্রী। আর সেটাকে ইস্যু করেই কীর্তি নিজের টুইটে লেখেন একটি দু’লাইনের কবিতা, ‘না নর, না নারী, তিনি কেবল ‘ফ্যাশনের’ পূজারী!’

কীর্তির এই টুইটের জেরেই তৈরী হয়েছে চরম বিতর্কের। বিষয়টিকে প্রধানমন্ত্রীর অপমান হিসাবে তুলে ধরে বিজেপি তরফে আক্রমণ করা হয়েছে তৃণমূল নেতাকে। আর তাতে যোগ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। কীর্তির টুইটকে রিটুইট করে হিমন্ত ক্যাপশনে লেখেন, এটা খুবই দুঃখের বিষয় যে কীর্তি আজাদ মেঘালয়ের সংস্কৃতির অসম্মান করছেন এবং আমাদের আদিবাসী পোশাকের মজা ওড়াচ্ছেন। তৃণূলের তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি। যার অর্থ, তাঁরা এই মন্তব্যকে সমর্থন করছে। মানুষ তৃণমূলকে ক্ষমা করবে না।’ ‘‘কীর্তি শুধু প্রধানমন্ত্রীকেই অপমান করেননি, তিঁনি মেঘালয়ের সংস্কৃতিরও অপমান করেছেন।’’ পাশাপাশি বিজেপি আদিবাসী মোর্চার তরফেও তৃণমূলের এহেন আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

এরপরেই হিমন্তর পাল্টা টুইট করে কীর্তি আজাদ লেখেন, “প্রধানমন্ত্রীর পোশাকের সংগ্রহ দেখে তাঁর ভালই লাগে। মোদীকে অপমানের কোনও ইচ্ছা তাঁর নেই। তিনি লেখেন, ‘‘আমি বলতে চাইছি, আমাদের প্রধানমন্ত্রী ফ্যাশন স্টেটমেন্ট দিতে ভালবাসেন। এবং তা করতে কোনও সুযোগই হাতছাড়া করেন না।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর