বগটুইয়ের পর রামপুরহাট! এবার খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য! গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ মৃতের পরিবারের

বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমে ফের খুন হলেন এক তৃণমূল নেতা। বগটুইতে তৃণমূল নেতা ভাদু শেখের খুনের পর একাধিক বাড়িতে অগ্নিকাণ্ডর ফলে বহু মানুষের মৃত্যু হয়। সেই বিতর্কের আঁচ এখনো থামেনি আর এর মধ্যেই রামপুরহাটের ময়ূরেশ্বরে তৃণমূল নেতা কাজী নুরুল হাসানের মৃত্যুতে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ালো। বুধবার গভীর রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য। ঘটনায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের প্রসঙ্গটি উঠে এসেছে।

ঘটনার কেন্দ্রস্থল রামপুরহাট মহকুমার মল্লারপুর থানার খরাসিনপুর এলাকা। বুধবার রাতে মৃতের পরিবারকে জানানো হয় যে, ওই তৃণমূল নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। মৃতের স্ত্রীর দাবি, “অতীতে আমাদের বাড়িতে তৃণমূল দলের একটি বিরুদ্ধ গোষ্ঠী ওকে খুনের হুমকি দিয়ে যায়। মল্লারপুরে গতকাল কাজের সূত্রে যায় আমার স্বামী। কিন্তু এরপরে আর বাড়িতে ফেরেনি সে। রাতের বেলা রামপুরহাট হাসপাতাল থেকে আমাদের কাছে ফোন করে বলা হয় যে, ও হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেখানে গিয়ে ওকে মৃত অবস্থায় উদ্ধার করি আমরা।”

পরিবার সূত্রে খবর, কাজী নুরুল ওরফে আকাশের মাথার পেছনে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করার জন্য তার মৃত্যু হয়। বর্তমানে তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসীদের একাংশের মতে, তৃণমূলের অন্দরের এক বিরোধী গোষ্ঠী তাকে খুন করেছে ল। কিন্তু পুলিশ সূত্রে পাওয়া গিয়েছে এক অন্য খবর! তারা আকাশের খুনকে রহস্যজনক মৃত্যু বলে মামলা দায়ের করেছে।

ঘটনাটি সামনে আসার পরই আসরে নামে সিপিএম। তাদের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, “তৃণমূল কর্মীরা ঈদের উৎসব পালন করতে পারছে না। তারা বর্তমানে গরিব মানুষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যার উদ্ধার অভিযান শুরু করেছে।” এর প্রতিবাদে বামেরা আগামী রবিবার একটি আন্দোলন মিছিলের ডাক দিয়েছে।

সম্প্রতি বগটুইতে ভাদু শেখ খুন এবং অগ্নিকাণ্ডের ফলে একাধিক গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় আতঙ্কে রয়েছে সকল এলাকাবাসী আর এর মাঝে এদিন তৃণমূল নেতার খুন সেই আতঙ্ককে আরো বাড়িয়ে তুলবে বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর