বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। সোমবার কাশেমবাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা অসীম দাস। সেই সময় দুষ্কৃতীরা তাঁর বাইক থামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়।
গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা তৎক্ষণাৎ অসীম দাসকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার পিছনে বিজেপির হাত আছে বলে অভিযোগ করেছে। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী এই ঘটনার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছেন। তৃণমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।