‘সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেব’, চরম হুঁশিয়ারি উদয়নের! পাল্টা জবাব BJP-র

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে একের পর এক দুর্নীতি মামলে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)  আর এর ওপর দলীয় নেতা মন্ত্রীদের বিতর্কিত মন্তব্যের জেরে ক্রমাগত কোণঠাসা পরিস্থিতি শাসক দলের। এই পরিস্থিতিতে এবার বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বসলেন উত্তরবঙ্গের (North Bengal) উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। কয়েকদিন পূর্বে হাঁটু ভাঙার হুঁশিয়ারি আর এবার সাঁড়াশি দিয়ে দাঁত তুলে নেওয়ার হুমকি, সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি কয়লা এবং গরু পাচার কাণ্ডে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। অনুব্রত মণ্ডল থেকে পার্থ চট্টোপাধ্যায়রা হেফাজতে। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিরপ্রার্থীদের অনশন বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াতে প্রস্তুত শাসক দল। তবে তাদের দলীয় নেতা মন্ত্রীদের বিতর্কিত মন্তব্য তাদের সকল আশাতেই যেন জল ঢেলে চলেছে।

গতকাল কোচবিহারের ভেটাগুড়ি এলাকায় একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় বলেন, “বিরোধীরা যদি বোমা আর বন্দুকের রাজনীতি করে, তাহলে তাদের দাঁত তুলে নেওয়া হবে।” সেই সূত্র ধরে আরও একধাপ এগিয়ে উদয়ন গুহ বলেন, “সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে।”

সম্প্রতি দিনহাটায় একটি অনুষ্ঠানে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী বলেন, “আমার গলায় পা দিয়ে দাঁড়ালে তার হাঁটু ভাঙার অধিকার রয়েছে। আমার সহকর্মীর বুকে যদি পায় তুলতে চায়, তাহলে তার হাঁটু ভেঙে দেব। যদি সেটা না পারি, তাহলে বুঝতে হবে বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” সেই ধারা বজায় রেখে এবার বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বসলেন উদয়নবাবু।

udayan guha

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কর্মী সমর্থকদের বুকে এবং গলায় পা তুলে দেওয়ার হুমকি দেন। সেই সূত্রেই তাঁর এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। যদিও তৃণমূল নেতার এহেন বক্তব্যকে ‘উস্কানিমূলক’ বলে ব্যাখ্যা করেছে পদ্মফুল শিবির। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, উদয়নবাবুর মন্তব্যের কড়া নিন্দা করেছেন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর