খোদ রাজ্যের মন্ত্রীর থেকে ত্রাণ লুঠ করে পালাল তৃণমূল নেতারা! ক্ষোভ উগরে দিলেন সিদ্দিকুল্লা

বাংলাহান্ট ডেস্কঃ এতদিন ধরে বিরোধীরা যে অভিযোগ তুলেছিল, এবার সেই বিষয়ে শিলমোহর দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (siddiqullah chowdhury)। খোদ তৃণমূল (tmc) নেতাদের বিরুদ্ধে ত্রাণ সামগ্রী লুঠ করার অভিযোগ তুললেন ‘জমিয়ত উলেমা-এ-হিন্দ’-এর রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী।

শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ব্লকের সরবেড়িয়ায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ দিতে গিয়ে শাসক দলের নেতাদের দিকেই আঙ্গুল তুললেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি অভিযোগ করেছেন, ‘উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ব্লকের সরবেড়িয়া ত্রাণ দিতে যাওয়ার সময় আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি ত্রাণের গাড়ির চালক-খালাসিদের মারধর করে, তাঁদের থেকে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে’।

886627 bengal min juh siddiqullah chowdhury

তিনি দাবি করেছেন, ‘তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা এবং দুষ্কৃতীর উস্কানিতে এই ত্রাণ লুঠ করা হয়েছে। নবান্নের ডিজি কন্ট্রোলে ফোন করেও কাজ হয়নি। শাহজাহান এবং শফিকুলের ভয়ে পুলিশও গাড়ি থেকে নামেনি। এই কুলাঙ্গাররা আসলে এলাকার ত্রাস। এইভাবে রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর উপর হামলার ঘটনা সত্যি অমানবিক’।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রাণের গাড়ির চালক মুক্তার আলি জানিয়েছেন, ‘ওই এলাকায় যেতেই ত্রাণের গাড়ি সরবেড়িয়া বাজারে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে ২০ -২৫ জনের একটি দল। আমরা রাজী না হওয়ায়, আমাদের মারধর করে জিনিসপত্র লুঠ করে নিয়ে যায় তাঁরা’।

যদিও এই ঘটনায় মন্ত্রীর দিক থেকে অভিযোগের তীর শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের দিকে থাকলেও, শাহজাহানের দাবী, ‘বেছে বেছে ত্রাণ দিচ্ছিলেন মন্ত্রী। সেই কারণেই উত্তেজনা ছড়ায় এলাকায়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর