আগরতলায় তারকারাই ভরসা, ‘নবরত্ন’ প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ তৃণমূলের

বাংলাহান্ট ডেস্ক: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন‍্য অনেকদিন ধরেই আদাজল খেয়ে লেগে রয়েছে তৃণমূল (tmc)। বাংলায় হ‍্যাটট্রিকের পর এবার বিজেপি শাসিত ত্রিপুরাতেও ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ‍্যে এই রাজনৈতিক দল। রাজনৈতিক কর্তাব‍্যক্তিরা তো বটেই, টলিউড তারকাদের ভোটপ্রচারেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সবুজ শিবির।

বিধানসভা নির্বাচনের আগে পুরসভার নির্বাচন রয়েছে ত্রিপুরায়। আপাতত এই নির্বাচনকেই লক্ষ‍্য করে এগোচ্ছে তৃণমূল। আগরতলা কর্পোরশন নির্বাচনের বাকি আর ৯ দিন। তার আগে মঙ্গলবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। উন্নয়নের জন‍্য নয়টি প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহারের নাম রাখা হয়েছে ‘আগরতলার জন‍্য নবরত্ন’।

IMG 20211116 173630
পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে কার্যত টলিউড তারকাদের মেলা বসেছে আগরতলায়। মঙ্গলবারই পৌঁছে গিয়েছেন নব নির্বাচিত বিধায়ক জুন মালিয়া (june maliya), সোহম চক্রবর্তী (soham chakraborty) এবং প্রখ‍্যাত নাট‍্যকর্মী অর্পিতা ঘোষ। পৌঁছেছেন মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। যাওয়ার সম্ভাবনা রয়েছে দেবেরও।

ইস্তেহারে উন্নয়ন, সুরক্ষা, নিকাশি ব‍্যবস্থা, কর, পানীয় জলের মতো সমস‍্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আগরতলায় সড়ক ব‍্যবস্থার উন্নতির পাশাপাশি দুটি বায়ো টয়লেট নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে। শহরের চারটি এলাকায় বিনামূল‍্যে ওয়াইফাই পরিষেবা দেওয়ার কথাও বলা হয়েছে।

শহরের নাগরিক সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে ইস্তেহারে। ৩০ টি প্রধান চৌমাথায় প্রতি ৩০ মিটার অন্তর ল‍্যাম্পপোস্ট, গোটা শহর সিসিটিভির আওতায় আনা এবং মহিলাদের জন‍্য পিঙ্ক ট‍্যাক্সির মতো ভাবনার প্রস্তাব রাখা হয়েছে। ইস্তেহারে আরো বলা হয়েছে আগরতলায় তৃণমূল ক্ষমতায় এলে জলকর তুলে নেওয়া হবে। শুধু তাই নয়, যে সমস্ত পরিবারের আয় ১০ লক্ষের কম তাদের সম্পত্তি কর ২০ শতাংশ কমিয়ে দেওয়া হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর